• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লকডাউনে কাটল জন্মদিন মিঠাইয়ের উচ্ছেবাবু অভিনেতা আদৃত রায়ের! দেখুন বাস্তবে কেমন অভিনেতা

Published on:

আদৃত রায় Adrit Roy

বাংলা সিরিয়ালের মধ্যে মিঠাই বর্তমানে বেশ জনপ্রিয়। সমস্ত সিরিয়ালদের টেক্কা দিয়ে জনপ্রিতার শিখরে পৌঁছে গিয়েছি মিঠাই। আর মিঠাই সিরিয়ালের কেন্দ্র বিন্দু হল মিঠাই ও তার উচ্ছেবাবু মানে সিদ্ধার্থ। গল্পে মিঠাই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। আর সিদ্ধার্থ অর্থাৎ মিঠাইয়ের উচ্ছেবাবুর চরিত্রে অভিনয় করছেন অভিনেতা আদৃত রায় (Adrit Roy)। নিজের দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শকদের মন জিতে নিয়েছেন দুজনেই।

আজ অর্থাৎ ২৫শে মে হল অভিনেতা আদৃত রায়ের জন্মদিন। ২৯ বছর বয়সে পা দিলেন অভিনেতা। জন্মদিনে আজ জন্য অভিনেতার বাস্তব পরিচয় থেকে তার জীবনের কিছু কথা। একেবারে ছোটবেলা থেকেই গানের প্রতি দারুন আকর্ষণ ছিল আদৃতের। লা মার্টেনিয়ার ফর বয়েজে পড়াকালীন মিউজিক‍্যাল থিয়েটারের সাথেও যুক্ত হয়েছিলেন। এরপর টেকনো ইন্ডিয়া কলেজ থেকে স্নাতকতা লাভ করেন তিনি।

আদৃত রায় Adrit Roy

পড়াশোনা শেষ করার পর অভিনয় নয় ছোটবেলার প্যাশন গানের মধ্যে দিয়েই কেরিয়ার শুরু করেছিলেন আজকের অভিনেতা। ‘পোস্টার বয়েজ’ নামের  একটি ব‍্যান্ডে যোগ দিয়েছিলেন, লিড সিঙ্গার ছিলেন সেখানে। এরপর প্লেব‍্যাক সিঙ্গার হিসাবেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন আদৃত। ২০১৬ সালে ‘৯ নং পেয়ারা বাগান লেন’ ছবিতে টাইটেল ট্র‍্যাকটি আদৃতেরই গাওয়া। এরপর ২০১৮ সালে অভিনয়ের সুযোগ মেলে টলিউডে।

আদৃত রায় Adrit Roy

রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার প্রথম ছবি ‘নূর জাহান’ এর মধ্যে দিয়েই অভিনয় জগতের পথ চলা শুরু হয় আদৃতের। এমনকি যোদ্ধা ছবিতে রাজের সহ পরিচালক হিসাবেও কাজ করেছেন আদৃত। এরপর ‘প্রেম আমার ২’, ‘পাসওয়ার্ড’, ‘পরিণীতা’ ছবিতে দেখা গিয়েছে আদৃতকে।

আদৃত রায় Adrit Roy

সম্প্রতি ‘লকডাউন’ ছবিতেও অভিনয় করেছেন আদৃত। ইতিমধ্যেই প্রকাশ‍্যে এসেছে ‘লকডাউন’ এর প্রথম লুক। এসবের পাশাপাশি ‘মিঠাই’ সিরিয়ালের মধ্যে দিয়ে প্রথম টেলিভিশন দুনিয়ায় পা রাখলেন আদৃত।

আদৃত রায় Adrit Roy

আদৃতের মতে সিরিয়াল হোক বা সিনেমা গল্প আর গল্পের চরিত্র পছন্দ হয়েই অভিনয়ে রাজি তিনি। বর্তমানে মিঠাই সিরিয়ালে সিদ্ধার্থের চরিত্রে অভিনয় করছেন আদৃত। যদিও সিদ্ধার্থ নামটার থেকে বেশি মিঠাইয়ের দেওয়া উচ্ছেবাবু নামটাই বেশি জনপ্রিয় হয়েছে। আর সবচেয়ে মজার বিষয় হল শুধুমাত্র সিরিয়ালেই নয় বাস্তবেও কিন্তু মিষ্টি একেবারেই পছন্দ করেন না আদৃত।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥