জি বাংলার সেরা সিরিয়াল মিঠাই (Mithai)-এর প্রশংসায় যত বলা হয় ততই যেন কম। আলেকজান্ডার মিঠাই এমন একটা সিরিয়াল যার হাত ধরে বাংলা ফিরে পেয়েছে একান্নবর্তী বাঙালি পরিবারের পুরনো মাধুর্য।মনোহরার মোদক পরিবারের বৌমা মিঠাইরানিই দর্শকদের নতুন করে জানতে এবং বুঝতে শিখিয়েছে পরিবার শব্দ টার আসল অর্থ।
তাই টিআরপি তালিকায় যে পজিশনেই থাক না কেন শুরুর দিন থেকেই কিন্তু দর্শকদের কাছে কিন্তু ‘মিঠাই ইজ দ্য বেস্ট’। তাই দর্শকমহলে এই সিরিয়ালের জনপ্রিয়তা সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই। টানা ৪৭ সপ্তাহ ধরে বেঙ্গল টপারের মুকুট নিজেদের দখলে রাখা কিন্তু মুখের কথা নয়। অথচ একসময় এই অসাধ্যসাধনটাই করে দেখিয়েছে মিঠাইয়ের গোটা টিম।
এখন টিআরপিতে প্রতিবার প্রথম না হলেও টপ লিস্টের শুরর দিকেই থাকে। যদিও জি বাংলার দিক থেকে টিআরপিতে কিন্তু বরাবরই প্রথম স্থানে রয়েছে এই ধারাবাহিক। যা নিঃসন্দেহে প্রশংসনীয়। এইভাবেই দর্শকদের ভালোবাসায় দেখতে দেখতে ৫০০ পর্ব (500 Episode) ছুঁয়ে ফেলেছে এই ধারাবাহিক। আর এদিন সেই আনন্দেই মেতে উঠেছিল গোটা মোদক পরিবার।
গতকালই সেই সেলিব্রেশনের (Celebration) ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) নিজে। সেখানে দেখা যাচ্ছে সিরিয়ালের এতদিনের পথ চলাকে হাসিমুখে উদযাপন করতে হাজির গোটা মোদক পরিবার, মিঠাই, সিড, দাদু ঠাম্মা, সোম,তোর্সা,রুদ্র,নিপা,শ্রী,ধারা,পিঙ্কি,অ্যাঞ্জি কে নেই সেখানে!
বিশেষ দিনের উদযাপনে এদিন সকাল থেকেই মিঠাইয়ের সেটে চলছিল চুটিয়ে খাওয়া দাওয়া আর দেদার আড্ডা। কাটা হয়েছিল দুই তাকের কেক। সেই কেকে মিঠাই এর পাশে বড় বড় করে লেখা ছিল ‘জয় গোপাল’। মিঠাইয়ের গোটা সেট সেজে উঠেছিল নতুন রূপে। সিড মিঠাইয়ের এতদিনের পথচলায় তাদের একসাথে কাটানো ছোটো ছোটো মুহুর্ত গুলো খুব সুন্দর করে ফটো কোলাজ করে জীবন্ত করে তোলা হয়।
View this post on Instagram