সাপ্তাহিক টিআরপি স্কোর যাই হোক না কেন বাংলা সিরিয়াল প্রেমীদের কাছে ‘মিঠাই’ (Mithai) সিরিয়ালের জনপ্রিয়তা কমেনি এক ফোঁটাও। সোশ্যাল মিডিয়ায় এই সিরিয়ালের ফ্যান পেজ গুলিতে উঁকি মারলেই একথা বোঝা যায় খুব সহজেই। আসলে একান্নবর্তী বাঙালি পরিবারের গল্পই হল এই সিরিয়ালের মূল ইউএসপি। তাই এই সিরিয়ালের হাত ধরেই নতুন করে বাংলার দর্শকরাও ফিরে পেয়েছেন যৌথ পরিবারে একসাথে হাসিখুশি থাকার মাধুর্য।
বলা হয় সিরিয়াল হলো বাস্তব জীবনের এই আয়না। তাই জীবনে যেমন কখনো সুখ স্থায়ী হয়না সিরিয়ালের ক্ষেত্রেও তেমনি। প্রসঙ্গত এখন মিঠাই সিরিয়ালে দেখা যাচ্ছে একের পর এক বিয়ে আর নিত্য নতুন চরিত্রের আগমন। কিছুদিন আগেই সিরিয়ালে নতুন শাশুড়ি পেয়েছে মিঠাই। কারণ হল্লাপার্টির সাথে প্ল্যান করেই শশুর মশাই সমরেশের সাথে অনুরাধা ম্যামের বিয়ে দিয়েছে মিঠাই। এর পরেই বাড়ির ছোট মেয়ে নিপার কান্নাকাটি থামাতে সবাই মিলে নেমে পড়ে নিপা আর রুদ্রের বিবাহ অভিযানে।
কিন্তু সেই বিয়েতে বাড়ির সবাই রাজি থাকলেও কিছুতেই রাজি হচ্ছিল না নিপার মা সুলতা। তাই হল্লাপার্টির সব সদস্যরা প্ল্যানিং করেই বাড়ি থেকে পালিয়ে গিয়ে একেবারে ফিল্মি স্টাইলে রুদ্রাদার সাথে বিয়ে দিয়ে দিয়েছে নিপার। কিন্তু এখন সব ঠিক হয়ে গিয়েছে তাই মনোহরার মোদক পরিবারে বইছে খুশির হাওয়া। সকলেই মেতেছে নিপা আর রুদ্রর বিয়ের আনন্দ উদযাপনে। সেই উপলক্ষেই মনোহারায় চলছে আনন্দ আয়োজন।
এরই মধ্যে কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে সিরিয়ালের একটি ধামাকাদার প্রমো। সিডের অ্যাক্সিডেন্টের মতোই এই প্রমো দেখেই ঘুম উড়ে গিয়েছে দর্শকদের। কারণ এই সিরিয়ালে প্রমোতে দেখা গিয়েছে ওমি আগারওয়ালের করা গুলির হাত থেকে সিডকে বাঁচাতে গিয়ে সেইগুলি খেয়েছে মিঠাই। আর এই দৃশ্য দেখার পর থেকেই মন খারাপ দর্শকদের। কারণ সিরিয়ালের মূল নায়িকা মিঠাইরানির মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না।
এরই মধ্যে একটি ইউটিউব চ্যানেলের ভিডিওতে দাবি করা হয়েছে আগামী দিনে টাইম লিপ (Time Leap) নেবে এই সিরিয়াল। অর্থাৎ বেশ কিছুটা সময় এগিয়ে যাবে এই সিরিয়ালে। তাই মনে করা হচ্ছে আগামী দিনে স্মৃতি হারাতে পারে মিঠাই। সেই সাথে পরিবর্তন আসবে সিরিয়ালের রাজীব,নন্দা, শ্রী, রাতুল থেকে শুরু করে সকলের জীবনে। সবমিলিয়ে মিঠাই-এর গুলি লাগার পর আগামী দিনে সিরিয়ালে কি হতে চলেছে তা জানার জন্য মিঠাই ভক্তদের কৌতূহলের অন্ত নেই।