যে যায় বলুক না কেন বলিউডের ছবির (Bollywod Films) জনপ্রিয়তা আজও রয়েছে।মূলত বলিউডের তিন খান, সালমান খান (Salman Khan), শাহরুখ খান (Shahrukh Khan) ও আমির খান (Amir Khan) এর সিনেমা মানেই সুপারহিট। তবে বলিউড ইন্ডাস্ট্রি নিয়ে সময় সময় বহুবার নানা বিতর্ক তৈরী হয়েছে। বিশেষ করে নেপোটিজম বা স্বণপোষণের ভুরিভুরি অভিযোগ রয়েছে ইন্ডাস্ট্রির বিরুদ্ধে। এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যাদের দাবি নামিদামি তারকাদের জন্যই তাদের প্রতিভা থাকতেও সুযোগ দেয়নি ইন্ডাস্ট্রি। এমনই এখন অভিনেত্রী প্রাক্তন মিস ইন্ডিয়া সোনু ওয়ালিয়ার (Miss India Sonu Walia) ।
সুন্দরী এই অভিনেত্রী ১৯৮৫ সালে মিস ইন্ডিয়ার খেতাব জিতে নিয়েছিলেন। মিস ইন্ডিয়া হওয়ার পর গ্ল্যামারের দুনিয়া বলিউডে পা রেখেছিলেন তিনি। ঠিক যেমনটা আর পাঁচটা অভিনেত্রীরা করেছিলেন অতীতে। ১৯৮৮ সালে ‘খুন ভরি মাঙ’ (Khoon Bhari Maang) ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন অভিনেত্রী। ছবিটি সেই সময় বেশ জনপ্রিয়তা পেয়েছিল। ছবিতে অভিনয়ের জেরে বাস্তবেও বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন সোনু।
তবে প্রথম ছবি হিট হলেও এরপর আলোয় কিছু ছবি করেই বলিউড থেকে উধাও হয়ে যান সোনু ওয়ালিয়া। কিন্তু এমন একজন সফল অভিনেত্রী যিনি কি না মিস ইন্ডিয়া হয়েছিলেন তিনি কেন হারিয়ে গেলেন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে? এই প্রশ্ন উঠেছে বহুবার। আজ সেই প্রশ্নের উত্তরই তুলে ধরব আপনাদের কাছে। তবে তার আগে অভিনেত্রীর সম্পর্কেও কিছু তথ্য জেনে নেওয়া দরকার।
মূলত মডেলিং দিয়েই অভিনয়ের যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী। মডেলিংয়ের সময়েই মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। সেখানে বিজয়ী হতেই রাতারাতি গোটা ভারতের নজরে চলে আসেন তিনি। এরপরেই বলিউড সুযোগ মেলে। প্রথম ছবিতেই বলিউডের বিখ্যাত অভিনেত্রী রেখার সাথে স্ক্রিন শেয়ার করেন। রাকেশ রোশন পরিচালিত এই ছবির ‘ম্যায় তেরি হু জানম’ গানটি সেই সময় ভালো জনপ্রিয়তা পেয়েছিল।
প্রথম ছবির জন্যই ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পর্যন্ত পেয়েছিলেন সোনু। কারণ ছবিতে বেশ বোল্ড দৃশ্যে দেখা গিয়েছিল তাকে, যেটা দর্শকদের বেশ পছন্দ হয়েছিল। কিন্তু ভালো অভিনয় থেকে জনপ্রিয় থাকলেও ধীরে ধীরে কিছু বছরের মধ্যেই ইন্ডাস্ট্রি থেকে উধাও হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। এমনটা কেন হল? অভিনেত্রী নিজেই এর কারণ প্রকাশ্যে এনেছিলেন।
ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যাওয়ার জন্য বলিউডের তিন খানেদেরকেই দাবি করেছিলেন তিনি। হ্যাঁ ঠিকই ধরেছেন তিন খান বলতে সালমান, শাহরুখ ও আমির খানের বিরুদ্ধেই অভিযোগ করেছিলেন সোনু। এছাড়াও আরও একটা কারণ ছিল, সেই সময় বেশি লম্বা মেয়েরা নাকি বলিউডে টিকতে পারতো না। অলিখিত হলেও এমন একটা নিয়ম ছিল ইন্ডাস্ট্রিতে।
সবকিছু মিলিয়ে অভিনয়ের প্রতিভা থাকলেও ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গিয়েছিলেন সোনু। এরপর যিনি বিয়ে করেন নেন। তবে অভিনয় ছেড়ে দিলেও ইন্ডাস্ট্রি থেকে একেবারে সরে যাননি তিনি। বিয়ের পর একটি প্রযোজনা সংস্থা খুলেছেন তিনি। আপাতত প্রযোজনা সংস্থার দায়িত্ব সালমাচ্ছেন একসময়ের প্রাক্তন মিস ইন্ডিয়া অভিনেত্রী সোনু ওয়ালিয়া।