• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিকিনি ঠেলে বেরোচ্ছে স্তনযুগল! ‘পথ যদিনা শেষ হয়’ এর রিনির অর্ধনগ্ন ছবিতে বেসামাল নেটপাড়া

মিশমি দাস,এই পথ যদি না শেষ হয়,ভাইরাল ভিডিও,Mishmee Das,rini,ei poth jodi na sesh hoy,viral video,bikini,photo,hot photo,mishmee das hot photo

বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ মিশমি দাস (Mishmee das)। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করলেও অল্প দিনের মধ্যেই বাংলা ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করতে শুরু করেন তিনি। ২০১৪ সালে জি বাংলার রাজযোটক সিরিয়াল দিয়ে প্রথম অভিনয় জগতে পা রাখেন মিশমি। তারপর বেশ কয়েকটা সিরিয়ালে অভিনয় করেছেন তিনি।

ধারাবাহিকই বাংলার মানুষের অন্যতম বিনোদন। তবে বেশিরভাগ ধারাবাহিকই যে গল্প নিয়ে শুরু হয় তা কিছুদিন পর প্লট বদলে সেই একঘেয়েই হয়ে পড়ে। কিন্তু এরমধ্যে এক্কেবারে ভিন্ন স্বাদের একটি ধারাবাহিক জি বাংলার (Zee Bangla) ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei poth jodi na sesh hoy)। মাত্র অল্প কয়েক দিনের মধ্যেই এই ধারাবাহিক দর্শকমনে বেশ পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে। তাই টিআরপির দৌড়েও ছোট্টো ছোট্ট পায়ে এগোতে শুরু করেছে ঊর্মি আর সাত্যকি বাবুর লাভ স্টোরি। আর সেই ধারাবাহিকেই দুষ্টু ভিলেন রিনির চরিত্রে অভিনয় করছেন মিশমি।

মিশমি দাস,এই পথ যদি না শেষ হয়,ভাইরাল ভিডিও,Mishmee Das,rini,ei poth jodi na sesh hoy,viral video,bikini,photo,hot photo,mishmee das hot photo

এই ধারাবাহিকে এক্কেবারে সাদামাটা ঢিলেঢালা সালোয়ারেই দেখা যায় তাকে। সারাক্ষণ গল্পের নায়িকা উর্মিকে বিপাকে ফেলাই তার কাজ, এদিকে সাত্যকিকে চোখে হারায় সে। মিশমি এই ধারাবাহিকের পাশাপাশি ইতিমধ্যেই পসার জমিয়ে ফেলেছেন হিন্দি ধারাবাহিকেও। জি টিভির সিরিয়াল ‘রিস্তো কা মাঞ্জা’-তে অভিনেতা ক্রুশল আহুজার প্রেমিকা হিসেবে অভিনয় করছেন মিশমি।

মিশমি দাস,এই পথ যদি না শেষ হয়,ভাইরাল ভিডিও,Mishmee Das,rini,ei poth jodi na sesh hoy,viral video,bikini,photo,hot photo,mishmee das hot photo

কিন্তু পর্দার রিনি খুব সাধারণ মেয়ের চরিত্রে অভিনয় করলেও বাস্তবের মিশমি কিন্তু সম্পূর্ণ আলাদা একজন মানুষ৷ মিশমির সোশ্যাল মিডিয়ার দেওয়ালে চোখ রাখলেই বোঝা যায় তিনি কতটা সাহসী। বছরের শুরুতেই উষ্ণ ছবিতে তাক লাগিয়েছেন অভিনেত্রী।

 

 

View this post on Instagram

 

A post shared by Mishmee Das (@mishmeedas13)

সম্প্রতি মিশমির পোস্টে দেখা যাচ্ছে, সমুদ্রের পাশে দাঁড়িয়ে ভেজা চুল আর বিকিনিতে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে কালো বিকিনি থেকে ঠেলে বেরোচ্ছে তার স্তন যুগল, স্পষ্ট উত্তাপ ছড়াচ্ছে তার সুগভীর নাভিও। এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেই নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন মিশমি। তার মারকাটারি ফিগারের প্রশংসায় পঞ্চমুখ নেটবাসী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥