• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছোটপর্দা থেকে নিয়েছেন বিদায়! বন্ধন মুক্ত মিশমি, গোয়ায় অভিনেত্রীর ছবি ভাইরাল নেটদুনিয়ায়

সদ্য অভিনয় থেকে বিরতি নিয়েছেন বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মিশমি দাস (Mishmee das)। কলকাতা ছাড়ার কিছুদিন আগেই রচনা বন্দোপাধ্যায়ের দিদি নম্বর ওয়ানের মঞ্চে এসেছিলেন অভিনেত্রী। সেখানেই তিনি জানিয়েছিলেন অভিনয়, ব্যস্ততা সবকিছু থেকে দূরে আপাতত তিনি প্রকৃতির কোলে নিজের সাথে বেশকিছু সময় কাটাতে চান।

উল্লেখ্য মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করলেও মাত্র অল্প কয়েকদিনের মধ্যেই অভিনয় জগতে দারুন সাফল্য পেয়েছিলেন মিশমি। ২০১৪ সালে ‘রাজযোটক’ ধারাবাহিক দিয়ে অভিনয়ের হাতেখড়ি হয়েছিল মিশমির। এরপর আর ফিরে তাকাতে হয়নি ‘প্রেমের ফাঁদে’, ‘গাছকৌটো’, ‘ফাগুন বউ’, ‘এই পথ যদি না শেষ হয়’, হিন্দি ধারাবাহিক ‘রিস্তো কা মাঞ্ঝা’-সহ একের পর এক ধারাবাহিকে কাজ করেছেন চুটিয়ে।

   

মিশমি দাস,Mishmee Das,গোয়া,Goa,ভাইরাল ফটো,Viral Photo,সোশ্যাল মিডিয়া,Social Media

সাফল্যের এমন মধ্যগগনে থাকাকালীন সময়ে মিশমির এমন আচমকাই অভিনয় ছাড়ার সিদ্ধান্তে একপ্রকার হকচকিয়ে গিয়েছিলেন তার অসংখ্য অনুরাগী। সকলে ভেবেছিলেন বিয়ের করার জন্যই অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন মিশমি। কিন্তু না এখনই বিয়ে করছেন না অভিনেত্রী। এপ্রসঙ্গে দিদি নম্বর ওয়ানের মঞ্চে এসে মিশমি বলেছিলেন তিনি এখনই বিয়ে করছেন না তবে যেদিন করবেন সেদিন জানাবেন।

মিশমি দাস,Mishmee Das,গোয়া,Goa,ভাইরাল ফটো,Viral Photo,সোশ্যাল মিডিয়া,Social Media

 

সেখানেই অভিনেত্রী জানিয়েছিলেন প্রেমিকের সঙ্গে কলকাতা ছাড়ছেন। আপাতত ধ‍্যান, যোগাসন করে নিজের মনকে শান্ত রাখতে গোয়াতেই নতুন সংসার পেতেছেন নায়িকা। সঙ্গে রয়েছেন প্রেমিক বিশাল ভন ও অভিনেত্রীর আদরের পোষ‍্য মোমো। গোয়ার সমুদ্রতীরে দাঁড়িয়ে এদিন এই প্রিয় পোষ্যর সাথে ছবি মিশমি লিখেছেন ‘আমি এবং আমার ভালোবাসা।’

মিশমি দাস,Mishmee Das,গোয়া,Goa,ভাইরাল ফটো,Viral Photo,সোশ্যাল মিডিয়া,Social Media

উল্লেখ্য অভিনয় থেকে বিরতি নেওয়ার আগে ইনস্টা স্টোরিতে মিশমি লিখেছিলেন, ‘টেলিভিশন আমাকে জীবনে সবকিছু দিয়েছে। আমি গর্বের সঙ্গে বলতে পারি আমি নিজের পরিশ্রমের উপর ভর করেই আজ এই জায়গা পৌঁছেছি। এই সফরে অনেক মানুষ আমার পথপ্রদর্শক হয়েছে, তোমরা জানো তোমরা কারা। এই অতিমারীর সময়ে জীবন, কাজ, কেরিয়ার- সবকিছুই খুব অনিশ্চিত। আমি সত্যিই সৌভাগ্যবান যে আমি ‘এই পথ যদি না শেষ হয়’ এবং ‘রিসতো কা মানঝা’ টিমের সঙ্গে কাজ করতে পেরেছি। টিনা আর রিনি আমার হৃদয়ের খুব কাছের।’