• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভ্যালেন্টাইন্স ডে’র আগেই ব্রেকআপ! ব্যক্তিগত জীবনের ওঠা-পড়া নিয়ে অকপট মিশমি

Published on:

Mishmee Das opens up about her break up and life after that

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জনপ্রিয় অভিনেত্রী মিশমি দাস (Mishmee Das)। এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) ‘খেলনাবাড়ি’ (Khelna Bari) সিরিয়ালে খলনায়িকা অন্তরা ওরফে অনামিকা চরিত্রে অভিনয় করছেন তিনি। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে ৯ বছর পূর্ণ করে ফেলেছেন অভিনেত্রী।

পর্দায় খলনায়িকার চরিত্রে তাঁর অভিনয় থেকে সংলাপ কিংবা চোখ মুখের দুর্দান্ত এক্সপ্রেশন মুহূর্তের মধ্যে গায়ে জ্বালা ধরায় দর্শকদের। তার জন্য দর্শকরা রেগেও যান তাঁর ওপর। যদিও অভিনেত্রীর কথায় রাগটাই দর্শকদের ভালোবাসা। সদ্য ইউটিউব চ্যানেল টলিউড ফোকাস কলকাতার সাথে এক একান্ত সাক্ষাৎকারে আড্ডা জমিয়েছিলেন অভিনেত্রী। সেখানে এ প্রসঙ্গে মিশমি জানিয়েছেন গায়ে জ্বালা ধরানোটাই তার কাজ।

Khelna Bari Mitul Antara New Promo

প্রসঙ্গত এখন মিশমির রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল। সদ্য প্রেম ভেঙেছে অভিনেত্রীর। নিজের বিচ্ছেদ  প্রসঙ্গে পর্দার খলনায়িকা জানিয়েছেন ‘প্রেম ছিল, এখন নেই। অনেকসময় এমন হয় কোনো কোনো সম্পর্ক হয়তো টিকিয়ে রাখা যায় না। অনেক ভালোবাসা থাকলেই মিল থাকে না। তো ঠিক আছে’।

প্রসঙ্গত এদিন মিশমি জানান একাকিত্বকে তাঁর ভয় লাগে না। জীবনে একা থেকে তিনি এতটাই অভ্যস্ত যে আর কোনোভাবেই একা থাকার বিষয়টি তাঁকে ভাবায় না। একা থাকতে তিনি এতটাই ভালোবাসেন যে তিনি  নিজের সাথেই ভালো সময় কাটিয়ে ফেলতে পারেন। সময়ের সাথেই এখন দারুন ম্যাচিউর হয়ে গিয়েছেন মিশমি। সবটাই সময়ের সাথে অর্জন করেছেন তিনি।

প্রসঙ্গত সকলেই জানেন অভিনয় একটা ভীষণ অনিশ্চিত পেশা। তবুও এই পেশায় থেকেও কাজ হারাবার ভয় নেই অভিনেত্রীর।  বরং মাঝে মধ্যেই ছুটি কাটাতে এদিক ওদিক বেরিয়ে পড়েন তিনি। অভিনেত্রী মানেন তাঁর মধ্যে প্রতিভা থাকলে কাজ পেতে তার কোনো সমস্যা হবে না।

তাই এখন তিনি জীবনের এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছেন যেখানে সাফল্য, ব্যর্থতা কোনো কিছুই তাঁকে ছুঁতে পারে না। মিশমির কথায় ‘তুমি যদি নিজেকে ভালোবাসো তাহলে টাকা,পয়সা প্রেম সবকিছু এমনিই আসবে তোমার কাছে’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥