দেখতে দেখতে একমাস হয়ে গেল টেলিভিশনের পর্দা থেকে বিদায় নিয়েছেন অভিনেত্রী মিশমি দাস (Mishmee Das)। ‘এই পথ যদি না শেষ হয়’ সিরিয়ালে রিনির চরিত্রে অভিনয় করছিলেন অভিনেত্রী। তবে বর্তমানে আর অভিনয় নয়, বরং গোয়ার সমুদ্রতীরেই দিব্যি ছুটির মেজাজে রয়েছেন তিনি। তবে সম্প্রতি আবারো টিভির পর্দায় দেখা গেল অভিনেত্রীকে। তবে সিরিয়ালে নয় এবার দাদাগিরির (Dadagiri) মঞ্চে দেখা গেল মিশমিকে।
সম্প্রতি দাদাগিরি এর মঞ্চে হাজির হয়েছিলেন অভিনেত্রী। আসলে এদিন এই পথ যদি না শেষ নয় সিরিয়ালের গোটা টিম এসেছিল দাদাগিরির মঞ্চে। সেই সাথে তিনিও উপস্থিত হয়েছিলেন। আর দাদাগিরিতে এসে মিশমিকে অভিনয় ছেড়ে দিলেন? কেন তাকে আর দেখা যাচ্ছে না সিরিয়ালে সেই সমস্ত প্রশ্নের উত্তর মিলেছে। সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) নিজেই মিশমিকে এই বিষয়ে প্রশ্ন করেছিলেন।
মঞ্চে খেলার মাঝেই সিরিয়ালের ঠাম্মি অভিনেত্রী মানসী সিনহা সৌরভকে জানান, অভিনয় ছেড়ে দিচ্ছে মিশমি। এর প্রিয় সৌরভ তাকে এমন সিদ্ধান্তের কারণ জিজ্ঞাসা করেন। যার উত্তরে মিশমি জানান, ‘মহামারীর কারণে হওয়া লকডাউনের সময় একটা জিনিস আমি উপলব্ধি করেছি। আমরা সর্বদাই নিজেদের কাজের মধ্যে ব্যস্ত রাখি। বাকি সমস্ত কিছু সরিয়ে শুধু নিজেদের কাজে মন দিই। যেকারণে যখন কাজ থাকে না তখন সব খালি খালি লাগে। তাই আমার মনে হয় দুটো দিক ব্যালেন্স করার জন্য একটা ব্রেক নেওয়া খুবই জরুরি’।
বর্তমানে গোয়াতে থাকছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়, মাঝে মধ্যেই ছবি শেয়ার করেন অনুগামীদের জন্য। তবে কিছুদিন আগে ইনস্টাগ্রামে বিকিনি লুকে ছবি শেয়ার করে নেটিজেনদের কুৎসিত ট্রলার শিকার হয়েছিলেন অভিনেত্রী। এদিন এই প্রসঙ্গেও কথা হয়, সৌরভ মিশমিকে জিজ্ঞাসা করেন, খুব একটা সমুদ্রের দিকে যাওয়া হয় না নাকি? যার উত্তরে একেবারে অপকট জবাব অভিনেত্রীর।
View this post on Instagram
মিশমি বলেন, ‘খুব যাই, কিন্তু শেষবার যা হল’! এরপর তিনি আরও বলেন। সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু লোকে বাজেভাবে আক্রমণ করেছিল তাকে। যদিও তাতে দমে যাননি তিনি। মিশমির স্পষ্ট কথা, যেটা নিয়ে তাকে ট্রোল করা হবে সেটা আরও বেশি করে করবেন তিনি। এই প্রসঙ্গে সৌরভ নিজেও বলেন, সোশ্যাল মিডিয়া আসলে একটা পাঞ্চিং ব্যাগ। তবে সে যাই হোক না কেন, মিশমি ফ্যানেরা কিন্তু তাঁর আবারও পর্দায় ফেরার অপেক্ষায় রয়েছেন।