একদিন হঠাৎ সোশ্যাল মিডিয়ায় অভিনয় থেকে বিরতি নেওয়ার কথা জানিয়ে সবাইকে বেশ কিছুটা অবাক করে দিয়েছিলেন বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী মিশমি দাস (Mishmee Das)।ধারাবাহিকভাবেই একের পর এক খলনায়িকার চরিত্রে অভিনয় করেও খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনের মধ্যে নিজের পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন মিশমি।
প্রায় তিন মাস হতে চলল অভিনয় জগত থেকে দূরে গোয়ার সমুদ্র পাড়ে চুটিয়ে ছুটি উপভোগ করছেন অভিনেত্রী। সঙ্গী তার প্রিয় পোষ্য মোমো এবং কাছের মানুষ তথা প্রেমিক বিশাল ভন। গোয়ায় যাওয়ার আগে অভিনেত্রী জানিয়েছিলেন অভিনয় জীবনের ব্যস্ত শিডিউলে মানসিকভাবে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন তিনি। তাই আপাতত অভিনয় থেকে দূরে নিজেকে একটু সময় দিতে চান, বিশ্রাম নিতে চান নিজে।
গোয়ায় (Goa) গিয়ে ছুটি (Vacation) কাটানোর একাধিক ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার দৌলতে নজরে এসেছে সকলের। কখনও খোলা আকাশের নীচে, গোয়ার সমুদ্র পাড়ে বিকিনি পরা ছবি দিয়ে তো কখন প্রেমিক বিশালের সাথে একান্তে কাটানো মুহুর্তের ছবি দিয়ে আবার কখনও প্রিয় পোষ্যের সাথে ছুটি কাটাতে দেখা গিয়েছে মিশমি কে। তবে তিন মাসের ছুটি কাটিয়ে এখন অভিনেত্রীর শরীর মন দুইই এক্কেবারে চাঙ্গা।
তাই ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে এবার খুব শিগগিরই অভিনয়ে ফিরতে চলেছেন মিশমির। অভিনেত্রীর কথা অনুযায়ী আর মাত্র ২ মাসের মধ্যেই আবার পর্দায় দেখা যাবে তাকে। তবে এখনও পর্যন্ত ইন্ডাস্ট্রির কেউই জানে না এই খবর। তবে মিশমির বিশ্বাস তার ফেরার ইচ্ছার কথা জানলে আবার ডাক পেয়ে যাবেন তিনি। তবে এবার প্রধান চরিত্রে ফিরতে চান মিশমি। সেইসাথে তিনি জানিয়েছেন ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi Na Desh Hoi) তে আবার রিনি চরিত্রের জন্য ডাক পেলে আপত্তি থাকবে না তার।
প্রসঙ্গত অভিনয় ছাড়ার আগে মিশমি বাংলায় ‘এই পথ যদি না শেষ হয়’,এবং হিন্দিতে ‘রিস্তো কা মাঞ্ঝা’-ধারাবাহিকে রিনি এবং টিনা চরিত্রে অভিনয় করছিলেন। তাই সাফল্যের এমন মধ্যগগনে থাকাকালীন সময়ে মিশমির এমন আচমকাই অভিনয় ছাড়ার সিদ্ধান্তে সকলে ভেবেছিলেন বিয়ের করার জন্যই অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন মিশমি। আর সম্প্রতি ফের একবার লুকিয়ে বিয়ে করার প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন “বিয়ে করলে ধুমধাম করে, সবাইকে জানিয়েই করব।’’