• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিনয়কে বিদায় জানালেও সেরা খল নায়িকা ‘রিনি’, অ্যাওয়ার্ড হাতে ছবি শেয়ার করলেন মিশমি

Updated on:

Mishmee Das,Zee Bangla,Sonar Songsar,Ei path Jodi na sesh hoi,মিশমি দাস,সোনার সংসার অ্যাওয়ার্ডস ২০২২,বাংলা সিরিয়াল,এই পথ যদি না শেষ হয়

গত রবিবার জি বাংলার পর্দায় দেখা গিয়েছে ‘সোনার সংসার অ্যাওয়ার্ডস ২০২২’ (Sonar Songsar Award 2022)। সারাবছর যারা টিভির পর্দায় দর্শকদের বিনোদনের জন্য কাজ করেন তাদের মধ্যে সেরাদের বেছে নিয়ে পুরস্কৃত করা হয় সোনার সংসার অ্যাওয়ার্ডে। সেরা নায়ক বা নায়িকা তো বটেই সেরা খলনায়ক থেকে খলনায়িকাকেও পুরস্কৃত করে হয়েছে। আজ সেরা খলনায়িকাকে নিয়েই কথা বলবো।

জি বাংলার জনপ্রিয় সিরিয়াল  ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’। সিরিয়ালের উর্মি সাত্যকি মাঝে খলনায়িকা রিনির চরিত্রে অভিনয় করছিলেন মিশমি দাস (Mishmee Das)। শুরু থেকেই একেবারে কুটিল আর বদ উদ্দেশ্য নিয়ে দেখা গিয়েছে তাকে। আপ্রাণ  চেষ্টা করে গিয়েছে রিনি উর্মি ও সত্যকিকে আলাদা করার  জন্য। যদিও প্রতিবার ব্যর্থ হয়েছে, তবে দর্শকদের কাছে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে দারুন।

Mishmee Das,Zee Bangla,Sonar Songsar,Ei path Jodi na sesh hoi,মিশমি দাস,সোনার সংসার অ্যাওয়ার্ডস ২০২২,বাংলা সিরিয়াল,এই পথ যদি না শেষ হয়

কিন্তু এত খ্যাতি ও খলনায়িকা হিসাবে জনপ্রিয়তা পাওয়া সত্ত্বেও অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন অভিনেত্রী। অভিনয়ের থেকে দূরে গোয়ার সমুদ্রের ধরে বেশ কিছুটা সময় কাটিয়েছেন তিনি। তবে তাঁর কাজ কিন্তু তার কাজ তাকে সেরার সন্মান পাইয়ে দিয়েছে। জি বাংলা সিরিয়ালগুলির মধ্যে সেরা খলনায়িকা হয়েছে ‘রিনি’ অভিনেত্রী মিশমি দাস।

Mishmee Das,Zee Bangla,Sonar Songsar,Ei path Jodi na sesh hoi,মিশমি দাস,সোনার সংসার অ্যাওয়ার্ডস ২০২২,বাংলা সিরিয়াল,এই পথ যদি না শেষ হয়

এদিন সোনার সংসারের মঞ্চে মিশমির হয়ে পুরস্কার হাতে তুলে নিয়েছেন ‘এই পথ যদি না শেষ হয়’ এর নায়িকা উর্মি অভিনেত্রী অন্বেষা হাজরা। এরপর সেই অ্যাওয়ার্ড পৌঁছে গিয়েছে অভিনেত্রীর হাতে। সেরা খলনায়িকার পুরস্কার পেয়ে দারুন খুশি মিশমি। নিজেই সেই ছবি শেয়ার করেছেন। অবশ্য শুধু ছবি নয় সাথেই অ্যাওয়ার্ড হাতে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।

প্রসঙ্গত, অভিনয়কে বিদায় জানিয়ে প্রায় তিন মাস ছুটি কাটিয়েছেন তিনি। তবে ছুটি কাটিয়ে এখন তিনি আবারও ফ্রেশ হয়ে গিয়েছেন। এবার আবারও অভিনয়ের কাজে ফিরতে চান অভিনেত্রী। হয়তো আবারও রিনি হয়েই ফিরতে পারেন এই পথ যদি না শেষ হয় সিরিয়ালে। বা নতুন কোনো সিরিয়ালে সম্পূর্ণ নতুন চরিত্রে দেখা মিলতে পারে তাঁর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥