• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সূর্যের স্পার্ম নিয়ে মা হবে মিশকা! অনুরাগের ছোঁয়ায় আসছে বিরাট ধামাকা, ফাঁস আগাম পর্ব

Published on:

Anurager Chhowa Upcoming track Surjo Mishka

বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকদের কাছে এখন পছন্দের সিরিয়াল বলতে প্রথমেই আসে স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। এই ধারাবাহিকের মূল আকর্ষণ নায়ক নায়িকা সূর্য-দীপা (Surjo-Deepa)। একে অপরকে অসম্ভব ভালোবেসেও আজ শুধুমাত্র ভুল বোঝাবুঝির কারণেই আলাদা হয়ে গিয়েছে তাঁরা।

কিন্তু দর্শকদের আর তর সইছে না। প্রিয় জুটির মিল দেখার জন্য সেই কবে থেকে হা-পিত্যেশ করে বসে রয়েছেনঅনুরাগীরা। সকলের এখন একটাই ইচ্ছা খলনায়িকা মিশকার (Mishka) মুখোশ খুলে যাক আর আবার আগের মতোই এক হয়ে যাক সূর্য দীপা।

Anurager Chhowa Surja confess love for Deepa after mishka made him drunk

ইদানিং এই ধারাবাহিকের প্রতিটা পর্বেই রয়েছে টানটান উত্তেজনা। তাই উত্তেজনায় মোড়া একটাও পর্ব মিস করছেন না অনুরাগীরা। ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন দীপা সবেমাত্র জেনেছে হাসপাতালে সে যমজ সন্তানের জন্ম দিয়েছিল। এই ভাবেই ধীরে ধীরে খুলছে একটার পর একটা রহস্যের জট।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,মিশকা,Mishka,আসন্ন ট্র্যাক,Upcoming Track,বড় চমক,Big Twist

এরইমধ্যে সদ্য প্রকাশ্যে এসেছে সিরিয়ালের মহাপর্বের আগাম ঝলক। সেখানে দেখা গিয়েছে সেনগুপ্ত বাড়িতে ধুমধাম করে আয়োজন করা হয়েছে দীপার বোন উর্মির সাধের অনুষ্ঠান। সেখানে হাজির হয়েছে দীপাও। সাধের অনুষ্টানে বড়রা  সবাই এসে একে একে আশীর্বাদ করছে উর্মিকে। তখন মিশকা আগ বাড়িয়ে সূর্যের সাথে আশীর্বাদ করতে এগিয়ে যায়।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,মিশকা,Mishka,আসন্ন ট্র্যাক,Upcoming Track,বড় চমক,Big Twist

ঠিক তখনই দীপার সামনে হাঁটে হাঁড়ি ভেঙে উর্মি বলে দেয় ‘তুমি কেন আসছো? এই অনুষ্ঠানে তুমি দাদাইয়ের সাথে আমাকে আশীর্বাদ কেন করবে? তুমি তো ওর স্ত্রী নও!’ বোনের কথা শোনা মাত্রই মুহূর্তের মধ্যেই দীপার সব ভুল ভেঙে যায়। এইভাবে ধীরে ধীরে মিশকার মুখোশ খুলে যাওয়ায় সবাই যখন ভাবছে আগামীদিনে মিশকাকে আর সিরিয়ালে দেখা যাবে না।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,মিশকা,Mishka,আসন্ন ট্র্যাক,Upcoming Track,বড় চমক,Big Twist

তখনই ফাঁস হল ধারাবাহিকের আগাম পর্ব। আসলে এই সিরিয়ালটি যে সাউথের সিরিয়ালের বাংলা রিমেক সেই প্লট অনুযায়ী আগামী দিনে আরও ভয়ংকর উঠবে মিশকা। বলা হচ্ছে আগামী দিনে দেখা যাবে কিন্তু পর্দাফাঁসের পরে মিশকা আরো ভয়ংকর হয়ে উঠবে।  সূর্যকে ফাঁসানোর জন্য সূর্যকে অজ্ঞান করে ওর স্পার্ম নিয়ে মিশকা প্রেগন্যান্ট হবে। পরে সব ফাঁস হলে মিশকা গুলিতে আহত হয়ে মোর যাওয়ার নাটক করবে ,এই ভাবে সূর্যকে জেলে পাঠাবে সে। কিন্তু দীপা প্রমাণ করবে মিশকা বেঁচে আছে’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥