• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দীপাকে খুন করতে গিয়ে সূর্যের কাছে ধরা পড়ল মিশকা! টিভির আগেই ফাঁস সুপার ধামাকা পর্ব

Published on:

Star Jalsha Anurager Chhowa Mishka try to kill Deepa got almost caught by Surja

বাংলা সিরিয়ালপ্রেমী (Bengali Serial) মানুষদের অত্যন্ত পছন্দের একটি ধারাবাহিক হল স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। ভিন্ন স্বাদের গল্প দেখিয়ে শুরু থেকেই দর্শকদের ইমপ্রেস করেছে সূর্য (Surjya)-দীপার (Deepa) সিরিয়াল। গত কয়েক মাস ধরে চ্যানেল টপারও হচ্ছে এই সিরিয়াল। এবার এই ধারাবাহিকেই আসতে চলেছে একটি জব্বর টুইস্ট। ‘অনুরাগের ছোঁয়া’র আসন্ন পর্বে দর্শকদের জন্য থাকছে একটি বিরাট ধামাকা।

সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন, ঊর্মি গর্ভবতী অবস্থায় সূর্যর হাসপাতালে ভর্তি রয়েছে। আজ দেখানো হবে, সেখানেই সূর্যর সামনে মিশকার (Mishka) মুখোশ খুলে যাবে। একদিকে দেখানো হবে, ঊর্মির অবস্থা বেশ খারাপ। তাঁর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছে প্রত্যেকে। অপরদিকে এই অবস্থাতেও মিশকা দীপাকে প্রাণে মারার ফন্দি আঁটতে থাকবে।

Anurager Chhowa, Mishka, Anurager Chhowa Mishka

আজকের পর্বে দেখানো হবে, ঊর্মির চেক আপ করে এবং সমস্ত রিপোর্ট দেখে মিশকা বলবে বাচ্চার মাথা উল্টে গিয়েছে। সেই সঙ্গেই জানাবে ঊর্মিকে বাঁচাতে গেলে এই মুহূর্তে প্রচুর রক্ত লাগবে। একথা শুনে চিন্তায় পড়ে যায় সূর্য। সবশেষে দীপা বলবে নিজের বোনকে বাঁচাতে সে রক্ত দেবে।

রূপা একথা শুনে বলবে, তুমি তো নিজেই এত অসুস্থ, তুমি কী করে রক্ত দেবে মা? সূর্যও একই কথা বলে। কিন্তু বোনের প্রাণ বাঁচাতে দীপা নিজের সিদ্ধান্তে অনড় থাকে। হাসপাতালের নার্স দীপার সমস্ত রিপোর্ট দেখে জানায়, সে যদি রক্ত দেয় তাহলে তাঁর অসুস্থতা আরও বাড়বে। কিন্তু শেষ পর্যন্ত দীপার জেদের কাছে হার মানতে হয় প্রত্যেককে।

Anurager Chhowa, Deepa Surjya and Mishka

সেই সময় ঘরে ঢুকে মিশকা বলে, যে তোমার এত খারাপ করে এসেছে আজ তাঁর ভালোর জন্য নিজের প্রাণ দিতে বসেছো? তোমায় দেখেও অবাক লাগে। তবে প্রাণ যখন দিচ্ছো, তখন ভালোভাবে দাও। একথা বলে দীপার শরীর থেকে সব রক্ত বের করে নিতে শুরু করে মিশকা। আস্তে আস্তে দীপার শরীর মারাত্মক খারাপ হতে শুরু করে। এই সময় ঘরে ঢোকে সূর্য। দীপার অবস্থা দেখে সে মিশকাকে বলে, তুই ঘরে আছিস, তাও ওঁর অবস্থা দেখতে পাচ্ছিস না। সঙ্গে সঙ্গে মিশকা ভালোমানুষির নাটক করে বলে, আমি এই মাত্র ঘরে ঢুকলাম। প্রত্যেকবারের মতো এবারেও সত্যিটা দেখতে পায় না সূর্য।

সূর্য এসে যাওয়ায় দীপা প্রাণে বেঁচে গেলেও মিশকা বলে, তোমায় কষ্ট করে মরতে হবে না, তোমার দেওয়া রক্তে তোমার বোন মারা যাবে। এই ইঞ্জেকশনটার কথা মনে আছে নিশ্চয়ই? এরপর মিশকা ওই ইঞ্জেকশন নিয়ে ঊর্মির ঘরে গেলে দীপা বলে, এই ইঞ্জেকশন দিলে ঊর্মির ক্ষতি হবে। তখন চমকে ওঠে সূর্য। সে বলে, আগে ইঞ্জেকশন পরীক্ষা করা হবে, এরপর সেটা ঊর্মিকে দেওয়া হবে। ইঞ্জেকশন পরীক্ষা করার পর মিশকার মুখোশ সবার সামনে খুলে যায় কিনা সেটাই এবার দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥