• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সূর্য-দীপার জীবনে নতুন কালবৈশাখী নিয়ে হাজির মিশকা! টিভির আগেই ফাঁস পাশা পাল্টানো পর্ব

Published on:

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,মিশকা,Mishka,নতুন ট্র্যাক,New Track,বড় চমক,Big Twist,আসন্ন পর্ব,Upcoming Episode,প্রকাশিত,Reveal

টিভির পর্দায় স্টার জলসার (Star Jalsha) বেঙ্গল টপার বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) দেখতে বসলে চোখের পলক পরে না দর্শকদের। এখন এই ধারাবাহিকের প্রতিটা পর্ব জুড়ে থাকছে হাইভোল্টেজ ড্রামা। ধারাবাহিকের নায়ক-নায়িকা সূর্য-দীপার  (Surjo-Deepa) এখনও পর্যন্ত মিল না হলেও আশা করা হচ্ছে সেই দিন খুব তাড়াতাড়ি আসতে চলেছে।

তবে দিনের পর দিন এইভাবে দর্শকদের হতাশ হতে হওয়ায় মাঝে তার ছাপ পড়েছিল টিআরপি তালিকাতেও। আর তাতেই টনক নড়ে এই সিরিয়ালের নির্মাতাদের। এরপর আবারও টানটান পর্ব আসতে শুরু করে অনুরাগের ছোঁয়ায়। আর তাতেই নিজেদের হারানো সিংহাসনে আবার জাঁকিয়ে বসেছেন অনুরাগের ছোঁয়ার সূর্য দীপা।

Anurager Chhowa Surjo Deepa New Promo

সিরিয়ালটির নিয়মিত দর্শকদের কাছে এখন সূর্য-দীপা ছাড়াও আকর্ষণের অন্যতম মূল কেন্দ্রবিন্দু হয়ে হয়ে উঠেছেন তাঁদের দুই যমজ মেয়ে সোনা রুপা। সারাদিনের ব্যস্ততা শেষে টিভির পর্দায় এই পাতা মেয়ে আর হিংসুকুটির খুনসুটি দেখলে প্রাণ জুড়িয়ে যায় দর্শকদের।

Anurager Chhowa Sona Rupa Surjo Deepa New Promo

ধারাবাহিকের গত পর্বেই দেখা গিয়েছে রুপা জেনে গিয়েছে ডাক্তারবাবু অর্থাৎ সূর্যই তাঁর নিজের বাবা। এরই মধ্যে দর্শক দেখেছেন সোনার সাথে বুদ্ধি করে মা বাবার বিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে দুই বোন। যা দেখে নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না গোটা সেনগুপ্ত পরিববার তো বটেই এমনকি দর্শকরাও।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,মিশকা,Mishka,নতুন ট্র্যাক,New Track,বড় চমক,Big Twist,আসন্ন পর্ব,Upcoming Episode,প্রকাশিত,Reveal

আর ধারাবাহিকের এই পর্ব দেখেই দর্শক মনে করছেন সূর্য দীপান মিল হওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে অন্যদিকে চুপ করে বসে নেই খলনায়িকা মিশকাও। সেও নিজের মতো করে সূর্য দীপাকে আলাদা করার জন্য নতুন পরিকল্পনা করে ফেলেছে।

Anurager Chhowa Surjo Deepa Romance Mishka Upcoming Episode

এরইমধ্যে টিভির আগেই সোশ্যাল মিডিয়ায় ফাঁস হল অনুরাগের ছোঁয়ার আগাম পর্ব। সেখানেই প্রকাশ্যে এসেছে শয়তানি মিশকার পরবর্তী পরিকল্পনা। জানা যাচ্ছে এবার সে এক সদ্যজাত  শিশু নিয়ে সেনগুপ্ত বাড়িতে হাজির হবে। আর সেই সন্তান তাঁর আর সূর্যের বলে দাবি করবে মিশকা। যদিও এখনও পর্যন্ত এই খবরে নিশ্চয়তা মেলেনি। সবটাই দর্শকদের অনুমান মাত্র।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥