• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মর্মান্তিক! অ্যাওয়ার্ডের মঞ্চেই লুটিয়ে পড়লেন মাটিতে, প্রয়াত ‘মির্জাপুর’ খ্যাত শাহনাওয়াজ

প্রয়াত অভিনেতা শাহনওয়াজ প্রধান (Shahnawaz Pradhan)। ওয়েব সিরিজের (Web series) প্রসঙ্গ উঠলে কোনও না কোনও ভাবে ‘মির্জাপুর’এর (Mirzapur) নাম ঠিক উঠেই আসে। আলি ফজল, পঙ্কজ ত্রিপাঠী, দিব্যেন্দু অভিনীত এই সিরিজের জনপ্রিয়তা আকাশছোঁয়া। যদিও শুধুমাত্র এই তিন অভিনেতাই নন, অ্যামাজন প্রাইমের এই সুপারহিট ওয়েব সিরিজে অভিনয় করেছেন আরও বহু জনপ্রিয় শিল্পী। বিক্রান্ত ম্যাসি থেকে শুরু করে কুলভূষণ খারবান্দা হয়ে রসিকা দুগ্গল- লিস্টে নাম রয়েছে অনেকের। এবার এই সিরিজে অভিনয় করা এক শিল্পীই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে (Passed away) ঢলে পড়লেন।

‘মির্জাপুর’ এমন একটি সিরিজ যেখানে শুধুমাত্র মুখ্য চরিত্রে অভিনয় করা শিল্পীরাই নন, পার্শ্বচরিত্রে অভিনয় করা অভিনেতা-অভিনেত্রীরাও আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন। তাই স্বাভাবিকভাবেই অভিনেতা শাহনওয়াজ প্রধানের (Shahnawaz Pradhan) প্রয়াণের মৃত্যুসংবাদে শোকের ছায়া নেমে এসেছে সম্পূর্ণ বিনোদন ইন্ডাস্ট্রিতে। ‘মির্জাপুর’এ তাঁকে দর্শকরা সুইটি এবং গোলুর বাবার চরিত্রে অভিনয় করতে দেখেছেন।

   

Shahnawaz Pradhan passed away

জানা গিয়েছে, শাহনওয়াজ অসুস্থ ছিলেন না। শুক্রবার একটি অ্যাওয়ার্ড ফাংশানে গিয়েছিলেন তিনি। কিন্তু পুরস্কার নেওয়ার কিছুক্ষণের মধ্যেই অভিনেতা হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে তাঁকে ধীরুভাই অম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাও শেষরক্ষা হয়নি।

অভিনেতা যশপাল শর্মা ইনস্টাগ্রামে শুক্রবার ঠিক কী ঘটেছিল তা শেয়ার করেছেন। ‘মির্জাপুর’ অভিনেতার একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আজ মুম্বইয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম। সব কিছু ঠিকঠাকই চলছিল। শত শত শিল্পীরা পারফর্ম করছিলেন। কিন্তু পুরস্কার গ্রহণ করার পরেই আমাদের প্রিয় শিল্পী শাহনওয়াজের অ্যাটাক হয়। সঙ্গে সঙ্গে অনুষ্ঠান থামিয়ে দেওয়া হয়। চিকিৎসক এবং বাকি মানুষদের সহায়তায় তাঁকে কাছের কোকিলাবেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাও তাঁকে কেউ বাঁচাতে পারেনি। তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন’।

 

View this post on Instagram

 

A post shared by Yashpal Sharma (@iyashpalsharma)


সহ-অভিনেতার মৃত্যুর খবর পাওয়া মাত্রই শোকপ্রকাশ করেন অভিনেতা রাজেশ তাইলাং। শাহনওয়াজের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘শাহনওয়াজ ভাই শেষ সালাম। কী দারুণ মানুষ এবং শিল্পী ছিলেন আপনি। মির্জাপুরের সময় আপনার সঙ্গে কত সুন্দর সুন্দর সময় কাটিয়েছি। কিছুতেই বিশ্বাস করতে পারছি না’।

Shahnaawaz Pradhan in Mirzapur

৫৬ বছর বয়সী শাহনওয়াজ নিজের জীবদ্দশায় একাধিক হিট ছবি এবং ওয়েব সিরিজে অভিনয় করেছেন। ‘মির্জাপুর’ ছাড়াও ‘ব্যোমকেশ বক্সী’, ‘২৪’, ‘তোতা ওয়েডস ময়না’র মতো সিরিজে তাঁকে দেখেছেন দর্শকরা। এছাড়াও শাহরুখ খানের ‘রইস’, সইফ আলি খানের ‘ফ্যান্টম’এও অভিনয় করেছিলেন তিনি।