বাংলা বিনোদন জগতের এক অতি পরিচিত নাম হল মীর (Mir)। নামটাই যথেষ্ট, তাই বাঙালির কাছে তাকে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার দরকার পড়ে না। তবে এবার নিজের নাম নিয়েই মহা ফাঁপড়ে পড়লেন তিনি নিজেই। এমনিতে ব্যস্ত শিডিউলের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিয়মিত অ্যাক্টিভ থাকেন মীর। সোশ্যাল মিডিয়ায় দারুন ফ্যান ফলোয়িং তার।
তাই মীর সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করা মানেই তা ভাইরাল হতে সময় লাগে না একমুহূর্তও। তেমনই আজ অর্থাৎ রবিবারের ছুটির দিনে সকাল এক অদ্ভুত স্ক্রিনশট শেয়ার করে বরাবরের মতোই চমক দিলেন সকলের প্রিয় সকালম্যান। এমনিতে মীরের পুরো নাম মীর আফসার আলি (Mir Afsar Ali)। কিন্তু এদিন দেখা গেল মীরের আসল নামটাই গিয়েছে বদলে।
মীর থেকে রাতারাতি সরমা দাশগুপ্ত (Sarama Dasgupta) হয়ে গিয়েছেন তিনি। কিন্তু কীভাবে? তাহলে পুরো ব্যাপারটা খোলসা করেই বলা যাক। আসলে জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা মারুতির পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছিল সরমা দাশগুপ্ত নামের এক মহিলা কে। কিন্তু ভুলবশতই তা চলে যায় মীরের কাছে।
সেই মেসেজের স্ক্রিনশটই (Screen Shot) সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে এদিন মজার ছলে নাম বদলের কথা উল্লেখ করছিলেন মীর। এদিন তিনি মেসেজের যে স্ক্রিনশটটি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন সেখানে দেখা যায় সরমা দাশগুপ্তকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাকে গাড়ির নতুন মডেল দেখার লিঙ্ক পাঠানো হয়েছে।
এই স্ক্রিনশটটি শেয়ার করে এদিন মীর লিখেছেন, “নিজের নামটি বরাবর প্রিয় তবে মারুতি সুজুকি যখন একথা বলছে,তখন আমার তাতে কোনও আপত্তি নেই। শুধু একটা হলফনামা দিতে হবে। কিন্তু এক মিনিট! হ্যালো! হ্যালো! আমার তো এই গাড়িই নেই! যাকগে সংস্থাকে অনেক ধন্যবাদ। শুধু একটাই আফশোষ সরমা দাশগুপ্ত নামের মহিলা নিজের জন্মদিনের শুভেচ্ছাটি হয়তো পেলেন না।“ শেষে মীর অবশ্য জানান পুরোটাই তিনি মজার ছলে লিখেছেন।গাড়ি প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধেও তার কোনও অভিযোগ নেই।