• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পবিত্র রমজান মাসে বাংলা মদে চুমুক দিয়ে নববর্ষ পালন! ফের কটাক্ষের মুখে মীর

একটা করে উৎসব আসে আর সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষের শিকার হন মীর (Mir)। সে দুর্গা পুজো হোক, শিব রাত্রি হোক, ঈদ হোক বা পয়লা বৈশাখ। নেটিজেনদের একাংশ যেন কিছুতেই মানতে পারেন না মীরের হাবভাব৷ মীর একটা বহুমুখী প্রতিভার নাম, তাই আলাদা করে তার পরিচয় দেওয়ার প্রয়োজন নেই জানি, তবু ছোট করে একটু বলে রাখা ভালো।

মীর আফসার আলি (Mir Afsar Ali) এই নামটা শোনেননি এমন বাঙালি নেই। বাঙালির সকালই শুরু হয় ‘রেডিও মির্চির’ (Radio Mirchi) অনুষ্ঠান দিয়ে। আর সকালে রেডিও মির্চি মানেই সকাল ম্যান মীরের অনুষ্ঠান। রেডিও বাদ দিয়েও মীরের বেজায় জনপ্রিয়তা টেলিভিশনেও। তিনি যেমন একাধারে দারুণ সঞ্চালক, তেমন স্ট্যান্ডআপ কমেডিয়ান আবার একজন অভিনেতাও তিনি। তবে সবার আগে তার জনপ্রিয়তা একজন ভালো মানুষ হিসেবেও। হাসির আঙ্গিকেও তার বলা একেকটা কথা মনে গভীর ভাবে দাগ কেটে যায়।

   

মীর আফসার আলি,মদ,বাংলা,পয়লা বৈশাখ,Mir Afsar ali,mod,bangla mod,Alcohol,drink

তার প্রখর হাস্যরসের প্রশংসাও না করে পারা যায়না। কিন্তু কখনও সখনও গোদের উপর বিষফোঁড়ার মতোই এই তার এই ডার্ক হিউমারের কারণে নেটিজেনদের তুমুল কটাক্ষের মুখে পড়তে হয় তাকে। গত কালকেই ছিল নববর্ষ অর্থাৎ বাঙালির নতুন বছরের উদযাপনের দিন৷ এদিনটা গোটা বাংলা এবং বাঙালির কাছে অত্যন্ত বিশেষ দিন। শুধু তাই নয় সারা দিন জুড়েই এদিন সাজো সাজো রব। বৈশাখের প্রথম দিন মানেই নতুন জামা, মিষ্টি মুখ, পরিবারের সাথে দেদার সময় কাটানো।

মীর আফসার আলি,মদ,বাংলা,পয়লা বৈশাখ,Mir Afsar ali,mod,bangla mod,Alcohol,drink

কিন্তু সঞ্চালক তথা অভিনেতা মীর নতুন বছরের উদযাপন করলেন অন্যভাবে। বাঙালির এই বিশেষ দিন তিনি সেলিব্রেট করলেন প্রিয় বন্ধুর সাথে বাংলা মদে চুমুক দিয়ে। জনপ্রিয় ফুড ব্লগার ইন্দ্রজিৎ লাহিড়ীর সঙ্গে ‘ফুডকা’ নামের একটি জনপ্রিয় খাবারের সিরিজ চালাতে দেখা যায় মীরকে। তার সাথেই বাংলা মদ গ্লাসে ঢেলে, ‘উল্লাস’ বলে বর্ষবরণ করলেন অভিনেতা। আর তাতেই ঢিঢি পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত গত কয়েকদিন ধরে চলছে রমজান মাস। এই সময় ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা আল্লহার নামে উপবাস রাখেন, সেই সময় মীরের এই উদযাপন ভালো চোখে দেখেননি অনেকেই। সোশ্যাল মিডিয়ায় চলছেব্দেদার বিতর্ক।

site