• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভীষণ অসুস্থ ছিলেন মহাগুরু, ঠিক কি হয়েছিল মিঠুনের? বাবার শারিরীক অবস্থার কথা জানালেন মিমো

Mithun Chakraborty,mimo Chakraborty,hospital,মিঠুন চক্রবর্তী,মিমো চক্রবর্তী,হাসপাতাল

বাংলার গন্ডি ছাড়িয়ে গোটা দেশের সিনেমাপ্রেমীদের কাছে এক চিরকালীন আবেগের আর এক নাম মিঠুন চক্রবর্তী। তিনি বাঙালির ‘মহাগুরু’, বলিউডের ‘ডিস্কো ডান্সার’ তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এই বর্ষীয়ান অভিনেতার হাসপাতালের বেডে শুয়ে থাকার ছবি। স্বভাবতই মহাগুরুর অসুস্থতার খবর পেয়েই চিন্তায় পড়ে যান মিঠুনের অনুরাগীরা। অনেকের মতে, এটা পুরোনো ছবি।

কিন্তু সূত্রের খবর, সত্যি সত্যিই মিঠুন অসুস্থ হয়, এবং তাকে ভর্তি করা হয় বেঙ্গালুরুর একটি হাসপাতালে। জানা গিয়েছে, জ্বরের পাশাপাশি তার প্রবল পেটে যন্ত্রণাও ছিল। সম্প্রতি মিঠুন পুত্র মিমো, বাবার শারিরীক অবস্থার কথা জানাতে গিয়ে বলেছেন, মিঠুন বর্তমানে ভালো আছেন হাসপাতাল থেকে তাকে বাড়িতেও নিয়ে আসা হয়েছে।

Mithun Chakraborty,mimo Chakraborty,hospital,মিঠুন চক্রবর্তী,মিমো চক্রবর্তী,হাসপাতাল

চিকিৎসকরা জানিয়েছেন, মিঠুনের কিডনি স্টোনের সমস্যা হয়েছে। এদিন মিমো জানান, এখন মিঠুন সম্পূর্ণ ফিট এবং ফাইন রয়েছেন। এদিন স্যান্ডি সাহাও, মিঠুনকে নিয়ে চলতে থাকা ট্রোলের বিরুদ্ধে লম্বা পোস্ট করে মহাগুরুর আরোগ্য কামনা করেন।

Mithun Chakraborty Hospitalised in Mumbai

স্যান্ডি লিখেছেন,  ‘তাঁকে নিয়ে অনেক মিম হয়েছে, এই আমরাই কখনো বলেছি , ‘ও মিঠুনদা একটু নাচুন না’ কিংবা ‘জাত গোখরো’ কিংবা ‘নকশাল টু রং দে তু মোহে গেরুয়া’ ইত্যাদি ইত্যাদি কিন্তু এটা ধ্রুব সত্যি যে তিনিই জাতীয়স্তরের বাণিজ্যিক সিনেমায় প্রথম ও একমাত্র বাঙালি সুপারস্টার।’ সবশেষে তিনি প্রিয় অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেন।

প্রসঙ্গত, বাংলা হিন্দি উভয় ইন্ডাস্ট্রিতেই দাপিয়ে কাজ করেছেন অভিনেতা। কেরিয়ারের শুরুর তাঁর সুপার ডুপার হিট ডিস্কো ডান্সার সিনেমা ভক্তদের কাছে আবেগ। এই সিগনেচার স্টেপ আজও হিট। আর সেই কারণেই আজও যখন সকলের প্রিয় মিঠুনদা কোনো রিয়ালিটি শোয়ের মঞ্চে এসে হাজির হয়ে থাকেন, তখন কমবেশি সকলেই তার কাছে ওই সিগনেচার স্টেপ করার অনুরোধ জানান।

 

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥