• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শালি আধি ঘরওয়ালি! নুসরতের বর নিখিলকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মিমি

Published on:

Nikhil Jain Nusrat Jahan

বান্ধবীর বর যেমন বন্ধুও হয় তেমন জিজুও হয়। আর কথায় আছে ‘শালি আধি ঘরওয়ালি’। ঠিক তেমনই সাংসদ অভিনেত্রী প্রিয়বান্ধবী নুসরতের বর নিখিল জৈনের সঙ্গেও এমনই সম্পর্ক মিমি চক্রবর্তীর।

নিখিল মিমির দাদা কাম বন্ধু কাম ‘জিজা’। আজ নিখিলের জন্মদিন আর এই বিশেষ দিনেই নুসরত পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন মিমি।

নুসরতের বিয়ের দিন নিখিলের সঙ্গে তোলা একটি ছবি দিয়ে ক্যাপশনে মিমি লিখেছেন,” শুভ জন্মদিন, জিজা।” নুসরতের বিয়েতে ব্রাইড মেইড ছিলেন মিমি।

তুরস্কের বদরুম শহরে নুসরত জাহান-নিখিল জৈনের বিয়ে হয়েছিল।সম্প্রতি লন্ডনে উড়ে গিয়ে শ্যুটিংয়ের ফাঁকে বেশ খানিকটা সময় কাটিয়ে নিয়েছেন দুই বন্ধু।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥