• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রাজনীতি অভিনয়ের পর এবার গানের জগতে মিমি! মৌসুনি দ্বীপে নিজের গলায় গাইলেন গান

Published on:

Mimi Chakraborty

রাজনীতি (Politics) আর অভিনয় দুইই বেশ কড়া হাতে সামলান সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। কখনও তাকে দেখা যায় মানুষের কাজে মিটিং মিছিলে বক্তৃতা দিতে কখনও বা নিজের ছবি ভিডিওতে সোশ্যাল মিডিয়া মাতিয়ে রাখেন তিনি।

সমস্ত অবতারেই বেশ পারদর্শী তিনি। কদিন ধরেই মৌসুনি দ্বীপে অভিনেত্রীর মিউজিক ভিডিও শ্যুটের কিছু কিছু ঝলক অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছিলেন মিমি চক্রবর্তী। এবার সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে মিমির গাওয়া দ্বিতীয় গানের টিজার।

টিজারের শুরুতেই নেপথ্যে বাজছে মিমির গলায়, “আমি তোমায় চেনার মাঝে খুঁজি নিজেকে, ব্যস্ত-বাগীশ কোনও বিকেলে.. লিখে ফিরি সরল কোনও প্রেম কাব্য…” রবীন্দ্র সঙ্গীত (Rabindra sangeet) বরাবরই প্রিয় অভিনেত্রীর৷ এমনকি তার প্রথম ধারাবাহিক ‘গানের ওপারে’তেও একজন রবীন্দ্রপ্রেমী হিসেবেই ধরা দিয়েছিলেন তিনি।

রাজনীতি অভিনয়ের পাশাপাশি পুরোদমে গানও গান মিমি। তার প্রমাণ আমরা আগেও পেয়েছি। এবার তার গলায় শোনা যাবে জনপ্রিয় রবীন্দ্র সঙ্গীত, ‘তোমার খোলা হাওয়া ‘ (khola hawa)।

পরনে ফ্রিল দেওয়া অফ শোল্ডার টকটকে লাল গাউন, সমুদ্র সৈকতে অনন্ত নীল আকাশের মাঝে উড়ে যাচ্ছে তার সুদীর্ঘ লাল ওড়না। ভিডিওতে মোহময়ী দেখিয়েছে তাকে। মঙ্গলবার তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেল ‘তোমার খোলা হাওয়া’ গানের টিজার। ডিসেম্বরের ২৭তারিখে মুক্তি পাবে গান তার সম্পূর্ণ গান।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥