বাংলার টলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির সুন্দরী নায়িকা হলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। তবে শুধু অভিনয় নয়, অভিনয়ের পাশাপাশি বহুমুখী প্রতিভার অধিকারী তিনি। গান, সমাজসেবা পশুপ্রেমের পাশাপাশি রাজনীতির ময়দানেও দাপিয়ে বেড়াচ্ছেন তারকা সাংসদ মিমি। সারাদিনের তুমুল ব্যস্ততার মধ্যেও সোশ্যাল মিডিয়ায় নিয়মিত অ্যাক্টিভ থাকেন অভিনেত্রী।
বাড়ির বাইরে পা না রেখেও কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়া পোস্টে সেকথা জানিয়েই মিমি লিখেছিলেন, ‘আমার করোনার রিপোর্ট পজিটিভ এসছে। যদিও আমি গত কয়েকদিনে বাড়ির বাইরে পা রাখিনি নাকি বাইরের কোনও মানুষের সাথে দেখা করেছি। এটা সত্যি আমায় খুব খারাপভাবে ধরেছে।’
সে অনেক আগের কথা আদতে জলপাইগুড়ির বাসিন্দা মিমির অভিনয় জগতে হাতেখড়ি হয়েছিল ঋতুপর্ণ ঘোষের জনপ্রিয় সিরিয়াল গানের ওপারের পুপে চরিত্রের হাত ধরে। এরপর আর পিছন ফিরে আর তাকাতে হয়নি। টলিউডে উত্থানের পর থেকে তুমুল ব্যস্ত থাকেন অভিনেত্রী। তাই ব্যস্ততার নিজের হোম টাউন জলপাইগুড়ি যাওয়ার তেমন সুযোগ পান না অভিনেত্রী।
কাজের সূত্রে বিগত কয়েক বছর ধরে কলকাতাতেই আছেন তিনি। তবে কিছুদিন আগেই বাড়ি গিয়েছিলেন নায়িকা। বাড়ি গিয়ে মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলেন তার একটি শাড়ি। মায়ের সেই প্রিয় শাড়ি পরেই এদিন সোশ্যাল মিষ্টি দুটি ছবি শেয়ার করেছিলেন মিমি।
সেই ছবির ক্যাপশানে অভিনেত্রী লিখেছেন ‘মায়ের কলেজের শাড়ি, সেই যখন জলপাই গুড়ি গেছিলাম নিয়ে এসেছিলাম, নতুন পাড় বসলাম, ব্লাউজটা একটু চাপালাম আর পরলাম। মনটা ভালো হয়ে গেল, মা ছবিটা দেখে বলল।’ এই ছবির কমেন্টে মজা করে অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra) লিখেছেন ‘মনে পাথর রেখে বলছি খুব সুন্দর লাগছে।’