টলিউডের অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) রাজনীতি আর অভিনয় দুইই বেশ কড়া হাতে সামলাচ্ছেন বাঙালি সাংসদ তথা অভিনেত্রী। কখনও তাকে দেখা যায় মানুষের কাজে মিটিং মিছিলে বক্তৃতা দিচ্ছেন। আবার কখনো নিজের অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন পাকাপাকি ভাবে।
সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় অভিনেত্রী। মাঝে মধ্যেই নিজের ছবি ও ভিডিও শেয়ার করে অনুগামীদের ওপর নিজের জাদু কায়েম রাখতে জানেন তিনি। সাধারণত দেশি থেকে ওয়েস্টার্ন সমস্ত লুকসেই বেশ পারদর্শী অভিনেত্রী। কখনো শাড়ি পরে দেশি লুকস। তো কখনো দুরন্ত আবেদনময়ী চোখ আর বোল্ড লুক নিয়ে হাজির হন অভিনেত্রী। যা দেখতে ভিড় জমে অনুগামীদের। সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রীর অনুগামীর সংখ্যাও নেহাত কম নয়! প্রায় ২৫ লক্ষেরও বেশি অনুগামী রয়েছে অভিনেত্রীর ইনস্টাগ্রামে।
সম্প্রতি অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে নিজের মনে মাইক হাতে নিয়ে প্রিয় মানুষের জন্য গান ধরতে দেখা গিয়েছে মিমি চক্রবর্তীকে। তিনি নিজেরই এক ছবির গান ‘দেখলে তোকে বদলায় মন’। তবে কি প্রকাশ্যেই প্রেম শুরু করলেন সংসদ অভিনেত্রী! আসলে ব্যাপারটা সেরকম কিছুই না।
ভিডিতে অভিনেত্রী হাতে একটি পিঙ্ক রঙের কারাওকে মাইক হাতে নিয়েছেন আর তাতেই মজার ছলে গান ধরেছেন। আর গান ধরার আগে অভিনেত্রী নিজেই বলেছেন যে এটা বেশ মজার জিনিস। এরপর খালি গলাতেই গান শুরু করেছেন অভিনেত্রী। আর গানের এই ভিডিও শেয়ার করে ক্যাপশনে মিমি লিখেছেন, ‘ আমি তো হেসেই খুন হয়ে গেলাম’। সাথে অভিনেত্রী এটাও মেনশন করেছেন যে মাইকটি হল তার নতুন একটি গ্যাজেট যেটা তিনি না দেখানোই সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু শেষমেশ ভিডিও পোস্ট করেই ফেললেন।
View this post on Instagram
অভিনেত্রীর এই গানের ভিডিও শেয়ার হবার পর থেকেই তা তুমুল ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিওতে ৯৫ হাজারেরও বেশি দর্শক হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আর ভিডিও দেখে অভিনেত্রী ঐন্দ্রিলা সেন মন্তব্য করেছেন, ‘ও পিঙ্কি দি সব ভালো তো?’ এছাড়াও বহু নেটিজন মিমির গানের গলার প্রশংসাও করেছেন কমেন্ট বক্সে।