• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সবুজ নয় লাল! সমুদ্র সৈকতে বিস্তৃত আকাশের মাঝে ‘রেড অ্যালার্ট’ জারি করলেন সাংসদ মিমি!

Mimi Chakraborty

রাজনীতি আর অভিনয় দুইই বেশ কড়া হাতে সামলান সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। কখনও তাকে দেখা যায় মানুষের কাজে মিটিং মিছিলে বক্তৃতা দিতে কখনও বা নিজের ছবি ভিডিওতে সোশ্যাল মিডিয়া মাতিয়ে রাখেন তিনি।

Mimi Chakraborty মিমি চক্রবর্তী

এবার অভিনেত্রী মিমি চক্রবর্তী শ্যুটিং করতে গিয়েছেন সুন্দরবনের চড়ায় মৌসুনি আইল্যান্ডে। তবে কোনো ছবির শ্যুটিং এর জন্য নয় তিনি সম্প্রতি শ্যুট করছেন একটি মিউজিক ভিডিওর। অভিনেত্রী সাংসদের পাশাপাশি তিনি একজন প্রশিক্ষিত গায়িকাও বটে। ইতিমধ্যেই নিজের গাওয়া গানের বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশও করেছেন তিনি।

 

 

View this post on Instagram

 

A post shared by Mimi (@mimichakraborty)

সেই সেট থেকেই কিছু মুহুর্ত শেয়ার করলেন অভিনেত্রী নিজেই। পরনে ফ্রিল দেওয়া অফ শোল্ডার টকটকে লাল গাউন, সমুদ্র সৈকতে অনন্ত নীল আকাশের মাঝে উড়ে যাচ্ছে তার সুদীর্ঘ লাল ওড়না। যেন হঠাৎই গোটা এলাকায় রেড অ্যালার্ট জারি করেছেন মিমি চক্রবর্তী।

ম্যানগ্রোভ, বালিয়ারি, সমুদ্র, আকাশের মাঝেই আগামী মিউজিক ভিডিওর শ্যুট সারছেন মিমি। ড্রোন ক্যামেরায় ধরা পড়বে অসংখ্য মুহুর্ত। ক্যামেরা ম্যানকে সেই সম্পর্কে পরামর্শও দেন অভিনেত্রী। নিজের ইউনিটের লোকজনের সঙ্গে তার আলোচকার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মিমির মেকাপ আর্টিস্ট স্যান্ডিকেও দেখা যায় তার গাউন সামলাতে।

 

 

View this post on Instagram

 

A post shared by Mimi (@mimichakraborty)

২০১৯-এর পুজোয় মিমি চক্রবর্তী প্রথম সামনে এনেছিলেন নিজস্ব ইউটিউব চ্যানেল। মুক্তি পেয়েছিল তাঁর ড্রিমস অ্যালবাম, তাঁর গাওয়া ‘অনজানা’ এবং ‘পল’। চলতি বছরের ১১ ফেব্রুয়ারি নিজের জন্মদিনে সাংসদ-তারকা অনুরাগীদের রিটার্ন গিফট দিয়েছিলেন তাঁর তৃতীয় গান ‘পরি হুঁ ম্যায়’।তাহলে আগামী বছরের জন্মদিনেই কি ফের নিজের গাওয়া গান প্রকাশ করবেন মিমি? চলছে জল্পনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥