রাজনীতি আর অভিনয় দুইই বেশ কড়া হাতে সামলান বাঙালি সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। কখনও তাকে দেখা যায় মানুষের কাজে মিটিং মিছিলে বক্তৃতা দিচ্ছেন। আবার কখনো নিজের অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন পাকাপাকি ভাবে। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় অভিনেত্রী। মাঝে মধ্যেই নিজের ছবি ও ভিডিও শেয়ার করে অনুগামীদের ওপর নিজের জাদু কায়েম রাখতে জানেন তিনি।
সাধারণত দেশি থেকে ওয়েস্টার্ন সমস্ত লুকসেই বেশ পারদর্শী অভিনেত্রী। কখনো শাড়ি পরে দেশি লুকস। তো কখনো দুরন্ত আবেদনময়ী চোখ আর বোল্ড লুক নিয়ে হাজির হন অভিনেত্রী। যা দেখতে ভিড় জমে অনুগামীদের। সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রীর অনুগামীর সংখ্যাও নেহাত কম নয়! প্রায় ২৪ লক্ষেরও বেশি অনুগামী রয়েছে অভিনেত্রীর ইনস্টাগ্রামে।
বর্তমানে অভিনেত্রী মরুভূমির দেশে রয়েছেন। সম্ভবত কোনো ছবি বা গানের শুটিংয়ের জন্য গিয়েছেন সেখানে আবার ছুটিও কাটাতে যেতে পারেন। আর মরুভূমির বুক থেকে একেরপর এক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। কিছুদিন আগেই মরুভূমিতে হলদে সাদা ওয়ানপিস ড্রেসে তপ্ত সূর্যের রৌদ্রের মাঝে একটি ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী।
সম্প্রতি মিমি তার সোশ্যাল মিডিয়াতে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে একেবারে সুপার বোল্ড লুকস নিয়ে হাজির হয়েছেন অভিনেত্রী। আরব দেশের কোনো এক হোটেলের সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে লাস্যময়ী পোজ দিয়ে ছবিটি তুলেছেন অভিনেত্রী। আর তা শেয়ার করতেই তোলপাড় হয়ে গিয়েছে নেটপাড়া। মরু ঝড়ের মতই ঝরে গতিতে ভাইরাল হয়ে পড়েছে মিমি চক্রবর্তীর ছবি। মাত্র কিছু সময়ের মধ্যেই ৫৫ হাজারেরও বেশি লাইক পেয়েছে ছবিটি।
View this post on Instagram