• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মুখ-হাত অগ্নিদগ্ধ, ছিন্ন ভিন্ন পোশাক, মিমির এমনই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Updated on:

মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম। শুধু  অভিনেত্রী নয়, সাথে রাজনীতিতেও নেমেছেন মিমি। তৃণমূলের সংসদ হিসাবে যাদবপুর লোকসভায় এমপি তিনি। রিয়াল লাইফ হোক বা সোশ্যাল লাইফ সবক্ষেত্রেই সমান ভাবে সক্রিয়  ও জনপ্রিয়  মিমি।

কিন্তু হটাৎ একি অবস্থা অভিনেত্রীর! সারা গায়ে দগদগে পোড়ার মত ঘা। পরনের জামাটাও ছিন্ন ভিন্ন হয়ে গেছে! সোশ্যাল মিডিয়াতে নিজের এরকমই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। অভিনেত্রীকে দেখতে যা সুন্দরী, সেখানে অভিনেত্রীর এই রূপ দেখলে ভয়ে আটকে উঠবেন সকলেই। কিন্তু হটাৎ এমন ছবি কেন শেয়ার করলেন অভিনেত্রী?

আসলে গতকাল অর্থাৎ রবিবার ছিল হ্যালোউইন ডে (Halloween Day)। এই দিনে আকাশে রক্তের মত লাল রঙের চাঁদ দকেহে যায়। আর পশ্চিমী দেশ গুলিতে এই দিনে লোকে অদ্ভুত সমস্ত ভুতুড়ে পোশাক  আশাক পরে ভুত সেজে ঘুরে বেড়ায়। অভিনেত্রী মিমি চক্রবর্তীও সেই উপলক্ষেই এমন আঁতকে ওঠার মত ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। সুতরাং, অভিনেত্রীর অমন চেহারা দেখে ভয় পাবার কোনো কারণ নেই।

ছবিটি শেয়ার করে অভিনেত্রী অবশ্য লিখেই দিয়েছেন। এই ছবিটি আসলে মিমির শুটিংয়ের লুকের ছবি। সম্প্রতি ‘এসওএস কলকাতা’ (SOS Kolkata) নামক একটি ছবির শুটিং শেষ করেছেন মিমি। সেখানে মিমি চক্রবর্তীর সাথে দেখা যাবে যশ দাশগুপ্তকে। সেই ছবিটি একটি দৃশ্যে মিমির এই লুকটি দর্শকেরা দেখতে পাবেন। ছবি শেয়ার করার পর থেকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়েছে ছবি গুলি। ইতিমধ্যেই ছবিতে ৫০০০০হাজারেরও বেশি দর্শক হয়েছে। অনেকেই যে অভিনেত্রীর এমন ছবি দেখে ভয় পেয়ে গিয়েছেন তা স্বীকার করে মন্তব্য করেছেন ছবিতে।

অবশ্য এই ছবিগুলি ছাড়াও অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে ১টি ভিডিও শেয়ার করেছেন হ্যালোউইন উপলক্ষে।

 

View this post on Instagram

 

??? whatever it is?

A post shared by Mimi (@mimichakraborty) on

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥