অরিজিৎ সিং (Arijit Singh) এবং মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)- দু’জনেই বাংলার গর্ব। প্রথমজন বাংলার পাশাপাশি বলিউডেও চুটিয়ে কাজ করছেন। অনেকেই অরিজিৎকে এখনকার সেরা গায়কের তকমাও দিয়েছেন। শুধুমাত্র ভারতেই নয়, গোটা বিশ্বে অসংখ্য অনুরাগী রয়েছে এই বাঙালি গায়কের। তাঁকে একবার দেখার জন্য, সামনে থেকে একবার দেখার জন্য মুখিয়ে থাকেন সঙ্গীতপ্রেমী মানুষরা।
তবে আপনি কি জানেন, বিশ্ববিখ্যাত এই গায়ককেই (Singer) একবার চিনতে পারেননি টলি সুন্দরী (Actress) মিমি চক্রবর্তী। হ্যাঁ, ঠিকই দেখছেন। সম্প্রতি অতীতের এই অজানা কাহিনী সকলের সঙ্গে শেয়ার করেছেন তিনি। বেশ কয়েক বছর পুরনো সেই ঘটনার কথা শুনে অবাক হয়েছেন অনেকে। আজকের প্রতিবেদনে মিমির শেয়ার করা সেই কাহিনীই তুলে ধরা হল।
অনেকেই জানেন, প্লে ব্যাক সিঙ্গারদের নাম জনপ্রিয় হলেও, বহু অনুরাগী তাঁদের মুখ চেনেন না। এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে গায়ক-গায়িকাদের পরিচিতি বাড়লেও বেশ কয়েক বছর আগেও কিন্তু চিত্রটা এমন ছিল না। সম্প্রতি মিমির শেয়ার করা ঘটনা শোনার পর একথা আরও একবার প্রমাণিত হয়ে গিয়েছে।
২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘বোঝে না সে বোঝে না’ (Bojhena Se Bojhena) মিমির কেরিয়ারের অন্যতম সেরা সিনেমা। রাজ চক্রবর্তী পরিচালিত সেই ছবির টাইটেল ট্র্যাকটি গেয়েছিলেন অরিজিতই। তখন অরিজিতের বেশ ভালো পরিচিতি তৈরি হয়ে গিয়েছিল। সেই জন্যই মিমি যখন জানতে পেরেছিলেন গানের শ্যুটিং খোদ অরিজিৎ উপস্থিত থাকবেন, তখন তিনি ঠিক করেন গায়কের সঙ্গে একটি তুলবেন।
কলকাতা থেকে বোলপুর অবধি আবার একই গাড়িতে গিয়েছিলেন অরিজিৎ এবং মিমি। কিন্তু তা সত্ত্বেও গায়ককে চিনতে পারেননি নায়িকা। অভিনেত্রী বলেন, ‘অরিজিৎ সামনের সিটে ছিল আর আমি পিছনের। আর ও যখন গাড়িতে উঠেছিল তখন আসলে আমি ঘুমোচ্ছিলাম’। এরপর গাড়ি থেকে নেমে মিমি যখন সামনের সিটে বসা ব্যক্তির পরিচয় জেনেছিলেন তখন সকলে খুব হাসেন, বিশেষত অরিজিৎ এবং মিমি।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে কলকাতার কনসার্টে ‘বোঝে না সে বোঝে না’ ছবির টাইটেল ট্র্যাক গেয়ে অতীতের স্মৃতিচারণা করেছিলেন অরিজিৎ। দর্শকমণ্ডলের একেবারে সামনের দিকে বসেছিলেন পরিচালক রাজ। গায়ক বলেন, তিনি খুব লাজুক প্রকৃতির মানুষ। সেই জন্য মিউজিক ভিডিওয় গিটার বাজিয়ে অভিনয়ের কথা কোনোদিন ভাবেননি। তবে সেকথা ভেবে তাঁকে সুযোগ দিয়েছেন। সেই জন্য সকলের সামনেই পরিচালককে ধন্যবাদ জানান অরিজিৎ।