• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টলিউডের পর বলিউড কাঁপাতে তৈরী মিমি চক্রবর্তী! নিজেই ‘সুখবর’ শেয়ার করলেন নায়িকা

Updated on:

Mimi Chakraborty Bollywood Debut

বাংলায় গণ্ডি ছাড়িয়ে এখন গোটা দেশে ছড়িয়ে পড়েছে বাঙালি অভিনেতা অভিনেত্রীদের নাম-যশ-খ্যাতি।টলিউডের (Tollywood) পাশাপাশি এখন অনেকেই নিজেদের জায়গা পাকাপোক্ত করতে চলেছেন বলিউডেও (Bollywood)। এমন অনেক অভিনেতা অভিনেত্রীই রয়েছেন যারা ইতিপূর্বে বাংলার পাশাপাশি দাপিয়ে কাজ করেছেন বলিউড ইন্ডাস্ট্রিতেও।

এবার সেই তালিকায় নতুন সংযোজন হতে চলেছে আরও এক নাম। তিনি হলেন টলিউডের সুন্দরী অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। কিছুদিন আগেই বলিউডে ডেভিল করেছেন টলিউড সুপারস্টার যশ দাসগুপ্ত। তিনি ছাড়াও টোটা রায় চৌধুরী,পারমব্রত চট্টোপাধ্যায়,স্বস্তিকা মুখার্জী, যীশু সেনগুপ্ত কিংবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং রুক্মিণী মৈত্রের মতো তারকারাও।

টলিউড,Tollywood,বলিউড,Bollywood,মিমি চক্রবর্তী,Mimi Chakrabort,নতুন সিনেমা,New Cinema,শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী,Sastri Birudh Shastri,পরেশ রাওয়াল,Paresh Rawal,পোস্ত,Posto

এদিন এই হিন্দি সিনেমা পোস্টার শেয়ার করে সুখবর দিয়েছেন মিমি চক্রবর্তী। জানা যাচ্ছে  মিমি অভিনীত এই  সিনেমাতে বাড়ির বড়দের সম্পর্কের টানাপোড়নে  বাড়ির ছোট যে সবচেয়ে বেশি ক্ষতি হয় সেই দিকটাই তুলে ধরা হয়েছে। জানা যাচ্ছে চলতি বছরেই মুক্তি পেতে চলেছে এই সিনেমা।

এই ছবির পোস্টার শেয়ার করে মিমি লিখেছেন ‘ইগো একটা পরিবারকে কত দূরে ঠেলে দিতে পারে।’ আসলে এখানে বলে রাখি ২০১৭ সালে শিবপ্রসাদ-নন্দিতা জুটি  পরিচালিত সিনেমা ‘পোস্ত’র হিন্দি রিমেকেই অভিনয় করতে চলেছেন মিমি। সিনেমাটির নাম ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’।

টলিউড,Tollywood,বলিউড,Bollywood,মিমি চক্রবর্তী,Mimi Chakrabort,নতুন সিনেমা,New Cinema,শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী,Sastri Birudh Shastri,পরেশ রাওয়াল,Paresh Rawal,পোস্ত,Posto

এই ছবিতে বাকি সমস্ত তারকারা পাল্টে গেলেও নিজের চরিত্রে বহাল রয়েছেন মিমি চক্রবর্তী। প্রসঙ্গত আগের ছবিতে প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায় যে চরিত্রটিতে অভিনয় করেছিলেন এই ছবিতে সেই চরিত্রে দেখা যাবে পরেশ রাওয়ালকে।


জানা যাচ্ছে ভাইয়াকম স্টুডিও এবং উইন্ডোজ প্রোডাকশনের প্রযোজনায় মুক্তি পেতে চলেছে এই সিনেমা। মিমি চক্রবর্তী এবং পরেশ রাওয়াল ছাড়াও এই সিনেমায় দেখা যাবে নিনা কুলকার্নি,  শিব পাণ্ডিতের মত তারকাদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥