
শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং নুসরত জাহানের বিয়ের পর থেকেই সকলের মনে একটাই প্রশ্ন ঘুরছিল, মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) কবে বিয়েটা করবেন? একাধিকবার টলি (Tollywood) ডিভার অনুরাগীদের মনে উঁকি দিয়েছে এই প্রশ্ন। দীর্ঘদিন ধরে এই নিয়ে জল্পনাকল্পনাও চলছে। তবে মিমি এতদিন নিজের মুখে কুলুপ এঁটে রেখেছিলেন। অবশেষে আচমকাই বিয়ের (Marriage) ছবি শেয়ার করে বোমা ফাটালেন তিনি।
টলি সুন্দরী মিমি একসময় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে ছিলেন। তাঁদের প্রেম ইন্ডাস্ট্রির ‘ওপেন সিক্রেট’ ছিল। দু’জনের কেউই এই নিয়ে প্রকাশ্যে কখনও কথা বলেননি। তবে তাই বলে তাঁদের প্রেমের খবরও চাপা থাকেনি। যদিও এখন সেসব অতীত। সম্পর্ক ভেঙেছে রাজ-মিমির। পরিচালক এখন শুভশ্রীর সঙ্গে চুটিয়ে সংসার করছেন।
ওদিকে আবার শোনা গিয়েছিল, মিমির জীবনে তৃতীয় এক ব্যক্তির প্রবেশের কারণে বিচ্ছেদের হয়েছে তাঁর এবং রাজের। অভিনেত্রী এক কাছের বন্ধুই একবার বলেছিলেন, টলি সুন্দরী নাকি এক বিদেশির প্রেমে হাবুডুবু খাচ্ছেন। সেই ব্যক্তি নাকি তুরস্কের লাইন প্রোডিউসার মিলি গুলহান।
তাহলে কি চুপিচুপি মিলির সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন মিমি? বুধবার নায়িকা কনে বেশে ছবি শেয়ার করার পর অনেকের মনেই উঁকি দিয়েছিল এই প্রশ্ন। বিশেষত মিমি ক্যাপশনে কোনও কিছু না লেখায় সেই জল্পনা আরও বেড়ে যায়। শেষ পর্যন্ত মিমি নিজেই সকল জল্পনার উত্তর দেন।
কনে বেশে ছবি শেয়ার করার কিছুক্ষণ পরেই একটি ভিডিও শেয়ার করেন মিমি। সেই ভিডিও দেখেই বোঝা যায়, সাত পাক ঘোরেননি অভিনেত্রী। বরং একটি গয়না বিজ্ঞাপনের জন্য নববধূর মতো সেজেছিলেন তিনি। তবে কনের বেশে মিমিকে যে অপরূপা দেখাচ্ছিল তা নিয়ে কিন্তু কোনও সংশয় নেই।
View this post on Instagram
মিমির ব্যক্তিগত জীবনের কথা বলা হলে, নায়িকা নিজের ব্যক্তিগত জীবনকে বরাবর পর্দার আড়ালেই রাখতে চেয়েছেন। তবে সবসময় তা হয়নি। শোনা যায়, ২০১৬ সালে পরিচালক বিরসা দাশগুপ্তের ‘গ্যাংস্টার’ ছবির শ্যুটিং করতে তুরস্ক গিয়েছিলেন মিমি। সেখানেই তাঁর আলাপ হয় মিমির সঙ্গে। এরপর নুসরত এবং নিখিল জৈনের বিয়ের সময়েও দেখা গিয়েছিল মিলিকে। তবে সত্যিই মিলির সঙ্গে প্রেম করছেন কিনা তা নিয়ে কখনও খোলাখুলি কথাও বলেননি টলি সুন্দরী।