টলিউডের টপ অভিনেতা অভিনেত্রীদের মধ্যে একেবারে প্রথম সারিতেই রয়েছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) ও জিৎ (Jeet)। সুপারস্টার জিৎ সন্মন্ধে আলাদা করে কিছু বলার প্রয়োজন আশা করি নেই। সারাবছর খুব বেশি সিনেমা করেন না অভিনেতা। কিন্তু যেটাই করেন সেটাই হিট। টলিউডে জিতের অভিষেক ‘সাথী’ সিনেমার হাত ধরে। উঠতি এই নায়কের প্রথম দিকের এই ছবি বক্স অফিসে হয়েছিল চূড়ান্ত হিট। অন্যদিকে মিমি চক্রবর্তীও কিছু কম যান না। অভিনেত্রী হবার পাশাপাশি রাজনীতিতেও নেমেছেন অভিনেত্রী। তবে টিভির পর্দা আর রাজনীতির ময়দানে বেশ ভালোই পারফর্ম করে চলেছেন অভিনেত্রী।
মিমি হোক বা জিৎ দুজনেই টলিউডে বেশ জনপ্রিয়। দুজনেরই বিশাল লম্বা ফ্যান ফলোইং রয়েছে। সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় দুজনে, তবে মিমি চক্রবর্তী জিতের থেকে অপেক্ষাকৃত বেশি সক্রিয়। মাঝে মধ্যেই অনুগামীদের নানান ছবি ও ভিডিও শেয়ার করে মাতিয়ে রাখেন লাস্যময়ী অভিনেত্রী। অন্যদিকে অপেক্ষাকৃত কম সক্রিয় হলেও অনুগামীদের উদ্দেশ্যে ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন জিৎ। কিছুদিন আগেই একটি শপিং মলের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জিৎ। সেখানে তাকে দেখতে উপচে পড়েছিল জনসাধারণের ভিড়।
আগেই বলেছি বছরে খুব বেশি ছবি করেননা অভিনেতা। তবে যে ছবিই করুন না কেন সে ছবি হিট হবেই, সেটা বলাই যায়। এবার সুপারস্টার জিতের সাথে জুটি বেঁধেছেন টলিউডের মিমি চক্রবর্তী। বাজি ছবিতে জিতের সাথে দেখা যাবে অভিনেত্রীকে।গতবছর করোনা মহামারীর কারণে বলিউড থেকে শুরু করে টলিউডের বহু ছবির রিলিজ ডেট পিছিয়ে গিয়েছে। এই ছবিটি খেতেও সেই একই অবস্থা হয়েছে। যেমনটা জানা যাচ্ছে আগামী ১৪ ই মে রিলিজ হবে ছবিটি।
তবে ছবি রিলিজ হবার আগেই মিমির সাথে জিতের রোমান্সের ঝলক দেখা গেল সোশ্যাল মিডিয়ার পর্দায়। ভাবছেন কিভাবে? আসলে অভিনেত্রী মিমি চক্রবর্তী নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। যেটি শেয়ার হবার পর থেকেই দুর্দান্ত ভাইরাল হয়ে পড়েছে। ছবিতে জিতের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে মিমিকে। আশা করা হচ্ছে ছবির প্রচারের কারণেই হয়তো এই ফটোশুট। তবে ঝলমলে নীল পোশাকে এমন ঘনিষ্ট ছবি দর্শকদের মনে আগ্রহ বাড়িয়ে দিল।