• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

খাবারের মধ্যে ইয়া বড় চুল! নেটপাড়ায় ক্ষোভ উগড়ে পাল্টা নেটিজেনদের কটাক্ষের শিকার মিমি

Published on:

Mimi Chakraborty finds hair in her food furious at airlines

বিমানে যাত্রা করছিলেন টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রী (Actress) মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। কিন্তু সেই ভ্রমণের সময় তাঁর সঙ্গে যা হয়েছে যা একেবারেই অনভিপ্রেত। সবে মাত্র খাবারটা (Food) মুখে তুলেছিলেন তিনি। ঠিক যে সময় গিলতে যাবেন সেই সময়ই আবিষ্কার করলেন সেই খাবারের মধ্যে রয়েছে ইয়া বড় একটি চুল (Hair)। পরম তৃপ্তি ভুলে মুহূর্তের মধ্যে রেগে আগুন হয়ে যান তিনি।

বিনোদন দুনিয়ার তারকাদের মাঝেমধ্যেই নানান কাজের জন্য বিমানে (Flight) ভ্রমণ করতে হয়। সেই যাত্রাকালে অনেকেই নানান অনভিপ্রেত পরিস্থিতির সম্মুখীন হন। মিমির সঙ্গেও ঠিক তেমনটাই হয়েছে। তবে শুধুমাত্র খাবারে চুল পাওয়াই নয়, টলি অভিনেত্রীর রাগ বেড়ে যাওয়ার আরও একটি কারণ রয়েছে। টুইট করে সেকথা জানিয়েছেন তিনি নিজে।

Mimi Chakraborty finds hair in her food, Mimi Chakraborty

টুইটারে খাবার এবং সেই খাবারের মধ্যে পাওয়া চুলের ছবি শেয়ার করে মিমি লেখেন, ‘আপনারা এত বড় হয়ে গিয়েছেন যে যারা আপনাদের বিমানে যাতায়াত করে তাঁদের বিষয়ে পরোয়াই করেন না। খাবারের মধ্যে চুল পাওয়া খুব একটা ভালো জিনিস নয় বলেই আমি জানি’।

সেই সঙ্গেই সাংসদ-অভিনেত্রী জানান, সম্পূর্ণ ঘটনাটির বিষয়ে সংশ্লিষ্ট বিমানসংস্থাকে তিনি মেইল করলেও কোনও উত্তর পাননি। মিমির কথায়, ‘আপনাদের টিমকে আমি মেইল করেছিলাম। কিন্তু প্রত্যুত্তর দেওয়ার অথবা ক্ষমা চাওয়ার কোনও প্রয়োজনীয়তাও আপনারা অনুভব করেননি। চিবোনোর সময় আমার খাবারের মধ্যে থেকে এই জিনিসটি পেয়েছি’।


কয়েকদিন আগেই মিমির ৩৪তম জন্মদিন গিয়েছে। এই বছরের জন্মদিনে প্যারিসে গিয়েছিলেন অভিনেত্রী। আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে ছবিও শেয়ার করেছিলেন তিনি। প্যারিসে গিয়ে বেশ কয়েকদিন চুটিয়ে আনন্দ করেছেন তিনি। তবে গোটা ছুটিটা মজা করে কাটালেও যাত্রার শেষটুকু ভালো হল না। এবার দেখার সংশ্লিষ্ট বিমানসংস্থার তরফ থেকে মিমির অভিযোগের জবাব কখন দেওয়া হয়।

Mimi Chakraborty

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর মিমির বেশ কয়েকটি ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। তবে কোনোটিই সেভাবে লাভের মুখ দেখতে পারেনি। এখনও অভিনেত্রীর হাতে বেশ কয়েকটি প্রোজেক্ট রয়েছে। পাশাপাশি রাজনীতির দায়িত্ব তো রয়েছেই। সামনেই আবার রয়েছে নির্বাচন। সবমিলিয়ে কাজের চাপে মিমির হাতে ফাঁকা সময় যে নেই তা বুঝে নিতে একটুও অসুবিধা হচ্ছে না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥