টলিউডের অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) রাজনীতি আর অভিনয় দুইই বেশ কড়া হাতে সামলাচ্ছেন বাঙালি সাংসদ তথা অভিনেত্রী। কখনও তাকে দেখা যায় মানুষের কাজে মিটিং মিছিলে বক্তৃতা দিচ্ছেন। আবার কখনো নিজের অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন পাকাপাকি ভাবে।
সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় অভিনেত্রী। মাঝে মধ্যেই নিজের ছবি ও ভিডিও শেয়ার করে অনুগামীদের ওপর নিজের জাদু কায়েম রাখতে জানেন তিনি। সাধারণত দেশি থেকে ওয়েস্টার্ন সমস্ত লুকসেই বেশ পারদর্শী অভিনেত্রী। কখনো শাড়ি পরে দেশি লুকস। তো কখনো দুরন্ত আবেদনময়ী চোখ আর বোল্ড লুক নিয়ে হাজির হন অভিনেত্রী, যা দেখতে ভিড় জমে অনুগামীদের। সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রীর অনুগামীর সংখ্যাও নেহাত কম নয়! প্রায় ২৫ লক্ষেরও বেশি অনুগামী রয়েছে অভিনেত্রীর ইনস্টাগ্রামে।

রাজনীতি অভিনয়ের পাশাপাশি পুরোদমে গানও গান মিমি। তার প্রমাণ আমরা আগেও পেয়েছি। সম্প্রতি মিমির গলায় শোনা গিয়েছে জনপ্রিয় রবীন্দ্র সঙ্গীত, ‘তোমার খোলা হাওয়া ‘ (khola hawa)।

কিন্তু এবারে অদ্ভুত অবতারে নেটমাধ্যমে হাজির হলেন মিমি। সম্ভবত মেকাপে বসার আগে এই ছবি তোলায় তাকে আরও অন্যরকম দেখাচ্ছিল। চুলে স্প্রিং জড়িয়ে গবগবিয়ে পিৎজা খেতে শুরু করেন অভিনেত্রী৷ তাকে দেখে মনে হচ্ছে যেন তার মাথায় শিং গজিয়েছে। মেকাপ করতে করতেই বোধহয় খিদে পেয়ে গিয়েছিল তার আর তাইই তৎক্ষনাৎ পিৎজা খেতে শুরু করেন অভিনেত্রী।














