• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ওয়েস্টার্ন লুক থেকে শাড়ি সবেতেই হিট! পুজোয় মিমির ধুনুচি নাচ দেখে মুগ্ধ নেটিজেনরা, রইল ভিডিও

Published on:

Mimi Chakraborty Dhunuchi Dance Video Viral

সারাটা বছর ধরে চারটে দিনের জন্য অপেক্ষায় থাকে বাঙালিরা। হ্যাঁ দুর্গাপুজোর চারদিনের কথাই বলছি। প্যান্ডেল হপিং, জমিয়ে খাওয়া দাওয়া আর বন্ধু থেকে পরিবারের সাথে হুল্লোড় আর মজা করা সবটাই হয় এই চার দিনে। আসলে শুধুমাত্র পুজো নয় বরং দুর্গাপূজা বাঙালিদের কাছে একটা আবেগও বটে। এই সময় সাধারণ মানুষ তো বটেই বিনোদন জগতের সেলিব্রিটিদেরকেও পুজোর আনন্দে মেতে উঠতে দেখা যায়। ঠিক যেমন সম্প্রতি মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) একটি ভিডিও বেশ ভাইরাল হয়ে পড়েছে।

টলিউডের অভিনেত্রী মিমি বেশ জনপ্রিয়। দুর্দান্ত অভিনয় থেকে সুন্দর লুকস দিয়ে দর্শকদের মন জিতে নিয়েছেন অভিনেত্রী। তবে শুধু পর্দাতেই নয় বরং দূর্গাপুজোয় ধুনুচি নাচেও কিন্তু বেশ পারদর্শী মিমি। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিও দেখলেই তার প্রমাণ মেলে।

Mimi Chakraborty,Dhunuchi Nach,Tollywood,ভাইরাল ভিডিও,মিমির নাচ,মিমি চক্রবর্তী,ধুনুচি নাচ,মিমির ধুনুচি নাচের ভিডিও

সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে অভিনেত্রীর। সেখানে প্রায়শই ছবি থেকে ভিডিও শেয়ার করেন নেন সকলের সাথে। যা নিমেষের মধ্যে ভাইরাল হয়ে পরে। পুজোতেও নিজের পুজো লুক থেকে ভিডিও শেয়ার করেছেন। নবমীর দিনে পুজো মন্ডপে ঢাকের তাকে ধুনুচি নাচে মেতে উঠেছিলেন অভিনেত্রী। সেই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করতেই ভাইরাল হয়ে পড়েছে।

ভিডিওতে গাঢ় সবুজ রঙে শাড়ি পরে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। অবশ্য এর আগে একটি ছবিও শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘নবমীর দিন, অল্প রঙিন। ভুগলো এ মন, দিন ফুরোনোর রিস্কে’। ছবি থেকে ভিডিও মিমির সাজ থেকে নাচের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা।

 

View this post on Instagram

 

A post shared by Mimi Chakraborty (@mimichakraborty)

নাচের ভিডিও ভাইরাল হতেই উপচে পড়েছে কমেন্ট বক্স। মহানবমীর শুভেচ্ছার পাশাপাশি নাচের প্রশংসা করে রয়েছে অজস্র কমেন্ট। এর আগে সপ্তমী থেকে অষ্টমীর সাজেও দারুন লাগছিল অভিনেত্রীকে। সেই ছবিও বেশ ভাইরাল হয়েছে নেটপাড়ায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥