টলিউডের (Tollywood) জনপ্রিয় তারকাদের মধ্যে একজন হলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। তাঁকে নিয়ে সংবাদমাধ্যমে আলোচনা চলতেই থাকে। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ থাকেন তিনি। তবে এই নায়িকারই বছরের শুরুটা কিন্তু একেবারেই ভালোভাবে হয়নি। শুক্রবার রাতে যখন সবাই নতুন বছরকে স্বাগত জানাচ্ছে, তখন বিরাট দুর্ঘটনার কবলে পড়লেন মিমি।
গতকাল রাতে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেন টলি সুন্দরী। আর সেই ভিডিও দেখেই নেটিজেনদের গা একেবারে শিউড়ে উঠেছে। সেই সঙ্গেই মিমিকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর ভক্তরা। নিশ্চয়ই ভাবছেন নতুন বছর আসার ঠিক আগে, সংক্রান্তির দিনে কোন দুর্ঘটনার ঘটল টলি ডিভার সঙ্গে?
মিমির শেয়ার করা ভিডিওয় দেখা যাচ্ছে, বরফ ভর্তি সাদা বাটি রক্তে (Blood) লাল হয়ে গিয়েছে। শুধু তাই নয়, নায়িকার বাড়ির সাদা মেঝেও ভাসছে রক্তে। নায়িকার বাঁ হাতের তর্জনী থেকে ঝড়ে পড়ছে রক্ত। টলি নায়িকার এই ভিডিও দেখে আঁতকে উঠবে যে কেউ। পাশাপাশি তাঁকে নিয়ে উদ্বিগ্নও হয়ে পড়বেন।
‘গ্যাংস্টার’ নায়িকার শেয়ার করা ভিডিওয় স্পষ্ট দেখা যাচ্ছে, তাঁর বাঁ হাতের তর্জনীর ওপরের দিকটা গভীরভাবে কেটে গিয়েছে। কোনও ধারালো জিনিসেই যে কেটেছে তা বোঝা যাচ্ছে। কিন্তু কীভাবে হাত কাটল তা জানা যায়নি। গতকালই আম খাওয়ার ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন নায়িকা। আম কাটতে গিয়েই তাঁর হাত কেটেছে কিনা তা জানা নেই।
রক্তপাতের যন্ত্রণা সহ্য করার পর কাটা আঙুলে বরফ দিয়ে সেই ব্যথা কমানোর চেষ্টা করছিলেন মিমি। নতুন বছরের শুরুটা যে এমনভাবে হবে তা হয়তো কল্পনাও করেননি টলি সুন্দরী। প্রিয় অভিনেত্রীর এই অবস্থা দেখে মন খারাপ হয়ে গিয়েছে অনুরাগীদেরও।
প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি শিবপ্রসাদ-নন্দিতার ‘রক্তবীজ’এর শ্যুটিং সম্পূর্ণ করেছেন মিমি। এই ছবিতে টলি ডিভার সঙ্গে দেখা যাবে অভিনেতা আবীর চট্টোপাধ্যায়কে। চলতি বছর দুর্গা পুজোর সময় প্রেক্ষাগৃহে রিলিজ করবে এই সিনেমা। এছাড়াও অভিনেত্রীকে ‘পোস্ত’র হিন্দি সংস্করণেও দেখা যাবে।