বাংলা ইন্ডাস্ট্রির (Tollywood) অন্যতম সুন্দরী একজন অভিনেত্রী হলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। সময়ের সাথে সাথে বেড়েই চলেছে এই অভিনেত্রীর রুপের জেল্লা। তাঁর অপরূপ সৌন্দর্যে ঘায়েল বাংলার অগণিত তরুণ হৃদয়। বাংলা জুড়ে এই টলি সুন্দরী রয়েছে অগুনতি ফ্যান-ফলোয়িং। বলতে গেলে অনুরাগীরা সকলেই চোখে হারায় প্রিয় অভিনেত্রীকে।
দীর্ঘদিনের অভিনয় জীবনে একের পর এক সুপার হিট সিনেমা উপহার দেওয়ার পাশাপাশি ইদানিং রাজ্যের সাংসদ হিসেবে জনসেবার মত গুরুদায়িত্ব সামলাতে দেখা যায় অভিনেত্রীকে। প্রসঙ্গত সদ্য গিয়েছে অভিনেত্রীর জন্মদিন। এবারের জন্মদিনটা মিমির কাছে ছিল একটু বেশিই স্পেশাল। তাই এবার সুদূর প্যারিসে গিয়ে কেক কেটে এ বছর নিজের বার্থডে সেলিব্রেট করেছিলেন অভিনেত্রী।
মিমির বার্থডে সেলিব্রেশনের সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত সারাদিনের ব্যস্ততার ফাঁকেও কিন্তু সোশ্যাল মিডিয়ায় নিয়মিত একটিভ থাকেন মিমি। সেখানেই নিয়মিত আপডেট দিয়ে থাকেন অনুরাগীদের জন্য। প্রসঙ্গত সোশ্যাল মিডিয়ার পাতায় মাঝেমধ্যেই ঝড় তোলে মিমির বোল্ড ফটোশ্যুট।
সম্প্রতি তেমনই একেবারে বোল্ড লুকে ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ার পাতায় উষ্ণতার পারদ চড়িয়েছিলেন অভিনেত্রী। দুধসাদা পোশাকে এদিন নেটপাড়ায় উপচে পড়ে মিমির যৌবন। এদিন ফেসবুক আর ইনস্টাগ্রামের পাতায় ভাইরাল মিমির ছবিতে দেখা যাচ্ছে তাঁর পরনে রয়েছে ফুলস্লিভ সাদা রংয়ের থাই-স্লিট গাউন। আর পায়ে কালো রংয়ের গ্লসি জুতো, যেগুলি হাঁটু অব্দি লম্বা।
সেইসাথে এদিন নজর কেড়েছে মিমির মুখের মানানসই নিউড মেকআপ, ঠোঁটে নিউড লিপস্টিক, স্মোকি আই আর খোলা চুলের সুন্দর স্টাইল। সাথে এদিন মিমির কানে ছিল মানানসই লম্বা কানের দুল। তবে এদিন মিমির এই গর্জিয়াস লুক দেখে সবাই যেমন প্রশংসা করেছেন তেমনি জুটেছে কটাক্ষ।
এদিন মিমির পোস্ট করা ছবির কমেন্ট সেকশনে দেখা গিয়েছে একজন লিখেছেন ‘সাংসদের প্যান্ট কোথায়?’ আর কারও রসিকতা ‘ছোটবেলার সেই মুহূর্ত যখন স্কুল থেকে এসে প্যান্ট খুলে শুধু জামা পড়ে ঘুরতাম’।