• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুটিংয়ে সিঁদুর পরাতে ভয় পেয়েছিলেন! সেই নায়কই এখন বর, ওমকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা মিমির

বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় জুটি হলেন অভিনেত্রী মিমি দত্ত (Mimi Dutta) এবং অভিনেতা ওম সাহানি (Om Sahani)। সদ্য অর্থাৎ গতকালই ছিল তাদের বিবাহ বার্ষিকী (Marriage Anniversary)। আজ থেকে একবছর আগে ২০২১-সালের ৩ ফেব্রুয়ারি বৈদিক মতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ওম সাহানি এবং মিমি দত্ত। তাই এই দিনটা ওম মিমির কাছে একটু বেশিই স্পেশাল।

তাই বিয়ের প্রথম বিবাহ বার্ষিকীর দিনেই নিজেদের প্রথম পরিচয়ের অজানা কথা নিজেই প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। অভিনেত্রীর কথায় আজ থেকে এক যুগের বেশি সময় আগে আলোর বাসা সিরিয়ালের হাত ধরে শুরু হয়েছিল তাদের এই রূপকথার প্রেমের গল্প। এদিন সোশ্যাল মিডিয়ায় সেই ১২ আগের পুরনো একটি ছবি এবং বিয়ের দিনের সকালের একটি ছবি দিয়ে দারুন সুন্দর একটি লেখা লিখেছেন অভিনেত্রী।

   

Om Sahani, Mimi Dutta,

এই লেখার শুরুতেই মিমি লিখেছেন ‘১২ বছর আগে আলাপ হয়েছিল তোমার সঙ্গে ‘আলোর বাসা’ সিরিয়েল এর শুটিংয়ে। মনে হয় এই তো সেদিন এর কথা। আমাদের প্রথম দুজনের একসঙ্গে সিন তুমি আমাকে সিঁদুর পরাচ্ছ । সেদিন তোমার প্রচুর প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল আমায়। প্রশ্নগুলি ছিল, এটা কি সত্যি সিঁদুর? আমি তো জানতাম সিঁদুর এর মতো অন্য কিছু থাকে। এমা এটা তো সত্যি সিঁদুর! আমি এটা পরাবো কী করে!’

Mimi Dutta,মিমি দত্ত,Om Sahani,ওম সাহানি,Marriage Anniversary,বিবাহবার্ষিকী,Social Media,সোশ্যাল মিডিয়া,First Meet,প্রথম পরিচয়

এরপরেই একেবারে সিনেমার মতো কাট টু দিয়ে মিমি লিখেছেন ‘এরপর সোজা ২০২১ সাল। ২০২১ সালে আমাদের বিয়ে হলো প্রিয়জনদের সঙ্গে নিয়ে। তুমি সেই সত্যিকারের সিঁদুরই পরালে অগ্নিসাক্ষী করে। কখন যে সিরিয়াল এর ‘আলো’ আর ‘দেব’ এর সত্যি বিয়ের ,সংসারের ১ বছর হয়ে গেলো বুঝতেই পারা গেলো না! আমাদের এই সত্যিকারের গল্প চলুক বছরের পর বছর! শুভ বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা এবং ভালোবাসা বর।’

Mimi Dutta,মিমি দত্ত,Om Sahani,ওম সাহানি,Marriage Anniversary,বিবাহবার্ষিকী,Social Media,সোশ্যাল মিডিয়া,First Meet,প্রথম পরিচয়

এই ছবির কমেন্ট সেকশনে অসংখ্য অনুরাগী থেকে শুরু করে ওম মিমির ইন্ডাস্ট্রির বন্ধু বান্ধব সকলেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। তবে অসংখ্য শুভেচ্ছা বার্তার মধ্যেও সকলের নজর কেড়েছে মিমির বর ওমের কমেন্ট। তিনি লিখেছেন ‘এবার তো আমি কেঁদে ফেলব মনে হচ্ছে, অভিনয়ের হাতেখড়ি সংসারের হাতেখড়ি সবটাই তো তোর হাতে হল এবার? পরেরটা কী? শুভ বিবাহবার্ষিকী বউ।’

Mimi Dutta,মিমি দত্ত,Om Sahani,ওম সাহানি,Marriage Anniversary,বিবাহবার্ষিকী,Social Media,সোশ্যাল মিডিয়া,First Meet,প্রথম পরিচয়