• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রিনি পর এবার ধারাবাহিক থেকে বিদায় নিচ্ছে মিমি! ভেঙে চুরমার ‘এই পথ যদি না শেষ হয়’ সংসার

মিমি,তনুশ্রী সাহা,এই পথ যদি না শেষ হয়,সিরিয়াল,বাংলা ধারাবাহিক,mimi,Tanushree Saha,ei poth jodi na Sesh Hoy,serial,bengali serial

এই মুহুর্তে জি বাংলার অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ (Amader ei poth jodi na Sesh hoy)। ধারাবাহিকটি প্রধান ইউএসপি গল্পের নায়ক সাত্যকির যৌথ পরিবারের অসম্ভব সুন্দর রসায়ন। কিন্তু ধীরে ধীরে এই সরকার বাড়িতেই ধরছে ভাঙন। একে একে ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্র গুলিও ছেড়ে যাচ্ছে।

দিন কয়েক আগেই ধারাবাহিক ছেড়েছেন রিনি ওরফে অভিনেত্রী মিশমি দাস (Mishmee das)। অভিনয় জগত থেকে সাময়িক বিরতি নিয়ে ইতিমধ্যেই প্রেমিকের হাত ধরে গোয়ায় পাড়ি দিয়েছেন অভিনেত্রী। আর তার জেরেই গল্পের অন্যতম ভিলেন চরিত্রকে আর দেখতে পাওয়া যাচ্ছেনা ধারাবাহিকে। এবার তার পথই ধরলেন সরকার বাড়ির ছোট মেয়ে মিমি ওরফে তনুশ্রী সাহাও (Tanushree Saha)।

মিমি,তনুশ্রী সাহা,এই পথ যদি না শেষ হয়,সিরিয়াল,বাংলা ধারাবাহিক,mimi,Tanushree Saha,ei poth jodi na Sesh Hoy,serial,bengali serial

তবে ‘রিনি’র মতো অভিনয় জগত থেকে এই মুহুর্তেই বিরতি নিচ্ছেন না তিনি, বরং আরও ভালো অফার আসতেই এই ধারাবাহিক ছাড়ছেন তনুশ্রী। ইতিমধ্যেই ‘পথ যদি না শেষ হয়’ এর সেটে তার শেষ শ্যুটিং সারা হয়ে গিয়েছে৷ এই মুহুর্তে কালার্স বাংলার ‘বসন্ত বিলাস মেসবাড়ি’ সিরিয়ালে অভিনয় করছেন তিনি।

মিমি,তনুশ্রী সাহা,এই পথ যদি না শেষ হয়,সিরিয়াল,বাংলা ধারাবাহিক,mimi,Tanushree Saha,ei poth jodi na Sesh Hoy,serial,bengali serial

এর জেরেই দুটো সিরিয়ালে সময় দেওয়া বেশ কষ্টকর হয়ে উঠছিল মিমির পক্ষে, তাইই তিনি একটি ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নেন। এদিন সিরিয়ালের অন্যান্য কলাকুশলীদের সঙ্গে একটি ছবি শেয়ার করে আবেগঘন বার্তা দিয়েছেন মিমি। সবার আগে তিনি ধন্যবাদ জানিয়েছেন ধারাবাহিকের পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারকে। তনুশ্রী লিখেছেন, ‘মিমি চরিত্রে আমার পথচলা এখানেই শেষ হল। ডেট ইস্যুর জন্য আমার পথ এখানেই ইতি। এত মানুষের ভালবাসা, এত সবকিছু তোমার জন্যই পেয়েছি স্বর্ণেন্দু সমাদ্দার স্যার। তুমি ভরসা করে আমাকে অডিশনে ডেকেছিলে। তার জন্যই আজ এত্ত কিছু পেয়েছি স্যার, ধন্যবাদ।’

মিমি,তনুশ্রী সাহা,এই পথ যদি না শেষ হয়,সিরিয়াল,বাংলা ধারাবাহিক,mimi,Tanushree Saha,ei poth jodi na Sesh Hoy,serial,bengali serial

টিমের সহ অভিনেতা অভিনেত্রীরা তার কাছে ছিল অভিভাবকের মত, তাই তাদের ও ধন্যবাদ জানিয়ে পর্দার মিমি লিখেছেন, ‘পরিবার ছিলাম, পরিবার থাকব আমরা। মা, স্মৃতিকা মজুমদার দুঃখ পেয়ো না। সবাইকে খুব মিস করবো। মেকআপ রুম, আমার কস্টিউম, আমার বসার জায়গা, এক সঙ্গে খাওয়া, মানসী সিনহা দির কড়া শাসন, ময়না ব্যানার্জী দির রিল কর বলে রিল করানো, সুচন্দ্রা বি দির গান, সীমিতা দির চিৎকার, ফ্লোর সব মিস করব। আমার জায়গা যেন আমারি থাকে।’ সব শেষে তিনি ধন্যবাদ জানিয়েছেন দর্শকদেরও। আসলে দর্শক না থাকলে অভিনেতা অভিনেত্রীদের গুরুত্বই যে নেই৷

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥