পুজোর আগেই লক্ষ্মী ফিরল ঋণগ্রস্ত অভাবী জেলে আসাদুলের ঘরে। একটি ১১৩ কেজি ওজনের বিশালাকার মাছ ধরেই রাতারাতি লাখোপতি জেলে।
সম্প্রতি বাংলাদেশের কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে এক অভাবী স্থানীয় জে’লের জালে ধ’রা পড়েছে ১১৩ কেজি ওজনের একটি বিশাল আকৃতির বাঘাইড় মাছ।
মাছটি জালে উঠতেই শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। এই মাছ দেখতে ভীড় জমায় স্থানীয়রা। অবশেষে মাছটি বিক্রি করে ১ লাখ ১৩ হাজার টাকা পান ওই জেলে। স্থানীয়রা ১ হাজার টাকা কেজি দরে কেনেন মাছটি।
এই মাছ কার্যত অভাব ঘুচিয়েছে গরীব জেলের। ওই ব্যক্তি একটি সংবাদ মাধ্যমকে জানান,”আমি ঋণের দায়ে অতিষ্ঠ হয়ে পড়েছিলাম, অবশেষে আল্লাহ মুখ তুলে চাইলেন। এবার সন ঋণ শোধ করে স্ত্রী সন্তান নিয়ে দুবেলা দুমোঠো খেয়ে পরে শান্তিতে বাঁচতে পারব”।
এই প্রসঙ্গে চিলমারী উপজেলার এক মৎস্য কর্মকর্তা মোহম্মদ বদরুজ্জামান মিয়া জানান, “প্রতিবছরই ৩৫-৪০টি বাঘাইড় মাছ ব্রহ্মপুত্র নদে ধরা পড়ে। ১১৩ কেজি ওজনের বেশ বড় একটি বাঘাইড় মাছ ধরা পড়ায় স্থানীয় একটি বাজারে এই মাছ প্রায় ১ লাখ ১৩ টাকায় বিক্রি হয়েছে।” ক্রেতাদের মধ্যে একজন জানান, সচরাচর এত বড় বাঘাইড় দেখা যায়না। হঠাৎ এই মাছ চোখে পড়তেই ২ কেজি কিনেছি।