• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিলিন্দের নগ্নতা পেল প্রশংসা আর পুনাম পান্ডের নগ্নতা কুৎসা! প্রশ্ন তুলে ফুঁসছে নেটিজেনরা

Published on:

জন্মদিনে গোয়ায় গিয়ে নগ্ন হয়ে ছবি শেয়ার করেছিলেন মিলিন্দ সোমন। এদিকে স্বামী স্যাম বোম্বের সঙ্গে গোয়াতে হানিমুনে গিয়ে নগ্ন ভিডিও শ্যুট করেছিলেন মডেল অভিনেত্রী পুনম পান্ডে। আর এর জেরেই গোয়া ফরোয়ার্ড পার্টির মহিলা দল অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগের ভিত্তিতেই গতকাল গ্রেফতার করা হয়েছিল অভিনেত্রীকে।

এবার এই দুই ঘটনাকে পাশাপাশি রেখেই ফুঁসে উঠেছেন নেটবাসী। মিলিন্দ নগ্ন হলে প্রশংসা আর পুনম নগ্ন হলে গ্রেফতার একই ঘটনার দুই ভিন্ন বিচার নিয়ে এবার সরব নেটজনতা। এই দুমুখো বিচারকে তীব্র নিন্দা করে গতকাল সোশ্যাল মিডিয়ায় চলেছে পোস্টের-লড়াই।

জন্মদিনে গোয়ায় গিয়ে নগ্ন অবস্থায় দৌড়াতে দেখা গিয়েছিল মিলিন্দ সোমনকে। তখন তার নগ্নতা ভুলে ৫৫-তেও তার ফিটনেস নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয় নেটপাড়ার একাংশ। অন্যদিকে, গোয়ার চাপোলি সৈকতে পুনম কেন অর্ধনগ্ন হয়ে পর্ন ভিডিয়ো শ্যুট করলেন, তা নিয়ে এফআইআর করে গোয়া ফরওয়ার্ড পার্টি।

মিলিন্দ ও একজন মডেল পুনম-ও তাই। তফাৎ শুধু একজন নারী আর একজন পুরুষ। ভারতীয় জনগণ কবে মহিলাদের নগ্নতা মেনে নিতে পারবে, এই প্রশ্ন তুলেই এবার নেটপাড়ায় ওঠে প্রতিবারের ঝড়। কার্যত মিলিন্দ এবং পুনমের পক্ষ নিয়ে আড়াআড়ি  বিভিক্ত হয়ে যান নেটিজেনরা।

https://twitter.com/Apurvasrani/status/1323972419166461952?ref

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥