• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘পৌরুষপুর’ সিরিজে তৃতীয় লিঙ্গের প্রতিনিধি মিলিন্দ সোমন! লুক নিয়ে চলছে তুমুল জল্পনা

Published on:

এর আগে জন্মদিনে গোয়াতে নগ্ন হয়ে সমুদ্র সৈকতে দৌড়ে খবরের শিরোনামে এসেছিলেন জনপ্রিয় মডেল অভিনেতা মিলিন্দ সোমন (Milind soman)। এবার তিনি ফিরছেন ওয়েব পর্দায়। শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ এবং অল্ট বালাজির ‘পৌরুষপুর’ সিরিজে দেখা যাবে অভিনেতাকে। এই সিরিজে একজন তৃতীয় লিঙ্গের প্রতিনিধি হিসেবে অভিনয় করবেন মিলিন্দ। শনিবার ‘পৌরষপুর’-এ তাঁর লুক শেয়ার করেছেন মিলিন্দ সোমন। এই সিরিজে তার চরিত্রের নাম ‘বরিস’

নিজের ফার্স্ট লুক শেয়ার করে অভিনেতা ক্যাপশনে লিখেছেন, ‘কোনও দিন এই ধরনের চরিত্রে অভিনয় করিনি। পৌরষপুরের পৃথিবীর জন্য তৃতীয় লিঙ্গের প্রতিনিধি আমি।, এটা শক্তির লড়াই! এই ওয়েব সিরিজের মূল গল্প, ঐতিহাসিক রাজ্য রাজনীতির কল্পকাহিনী। ছবিতে ফুটে হবে লিঙ্গ বনাম রাজনীতির লড়াই।

৫৫ বছরের মিলিন্দের চোখ ধাঁধানো লুক নজর কেড়েছে নেটিজেনদের। কপালে বড় লাল টিপ, নাকে নাকছাবি, চোখে কাজল, লম্বা কাঁচাপাকা চুলে
অভিনেতার হাতে রয়েছে একটি ধারালো তলোয়ার। তার তীক্ষ্ণ দৃষ্টি এবং দৃঢ় ব্যক্তিত্বর প্রশংসায় পঞ্চমুখ নেটমাড়া। অল্ট বালাজির মালকিন খোদ একতা কাপুরও তার প্রশংসা করেছেন।

এই সিরিজে মিলিন্দ ছাড়াও প্রধান চরিত্রে অভিনয় করেছেন শিল্পা শিন্ডে, শাহির শেখ, সাহিল সালাথিয়া এবং অন্নু কাপুরের মতো অভিনেতা অভিনেত্রীরা। এছাড়াও মুখ্য চরিত্রে রয়েছেন আদিত্য লাল, পৌলমী দাস, অনন্ত জোশী, ফ্লোরা সাইনি। কদিন আগেই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। আগামী ২৯শে ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘পৌরুষপুর’। পূর্বে প্রকাশিত টিজারে পৌরশপুরকে এই মহৎ পরিচয় দেওয়া হয়েছিল: “পৌরুষপুর: রাজনীতির এক রাজ্য, ষড়যন্ত্র এবং লিঙ্গ যুদ্ধই এখানকার মানুষদের মহৎ স্বপ্ন”

https://youtu.be/D-puiHo1KgU

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥