• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গান গেয়েই কোটিপতি! মার্সিডিজ থেকে ল্যাম্বরগিনি কোটি টাকা মূল্যের ৪ গাড়ির মালিক মিকা সিং

বলিউডের অন্যতম জনপ্রিয় গায়কদের মধ্যে একজন হলেন মিকা সিং (Mika Singh)। তাঁর গলায় বলিপাড়ার একাধিক সুপারহিট ছবির একাধিক গান যেন প্রাণ পেয়েছে। ‘ল্যায়লা’ থেকে ‘জাদু কি ঝাপ্পি’, ‘জুম্মে কি রাত’ থেকে ‘দিল মে বজি গিটার’- বলিউডের যে কত সুপারহিট গান মিকা গেয়েছেন, তা গুণে শেষ করা যাবে না। বলিপাড়ার এই জনপ্রিয় গায়ক অবশ্য অন্যতম বড়লোক বলিউড সেলেব্রিটিও। বিলাসবহুল বাড়িতে থাকেন, দামি গাড়িতে চড়েন মিকা। তাঁর বাড়ির গ্যারেজে সাজানো রয়েছে বিশ্বের একাধিক দামি গাড়ি (Luxurious cars)। আজ তাই, এই জনপ্রিয় বলি তারকার দামি গাড়ির তালিকাটা একটু দেখে নেওয়া যাক।

পোর্সে পানামেরা (Porsche Panamera) : বিশ্বের অন্যতম দামি গাড়ি প্রস্তুতকারী সংস্থা হল পোর্সে। বলিউড তো বটেই, হলিউডের তারকারাও এই কোম্পানির গাড়িতে চড়েন। মিকার কাছেও পোর্সে পানামেরা গাড়িটি রয়েছে। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, এই লাক্সারি গাড়িটির মূল্য শুরু হয় ১ কোটি ৫৭ লাখ টাকা থেকে এবং সর্বোচ্চ মূল্য ২ কোটি ৭৩ লাখ টাকা।

   

Porsche Panamera

ফোর্ড মাসট্যাঙ (Ford Mustang) : ফোর্ড মাসট্যাঙ গাড়িটির পেট্রোল ইঞ্জিন হল ৪৯৫১ সিসির। পাশাপাশি অটোমেটিক ট্রান্সমিশনের ব্যবস্থাও এই গাড়িতে রয়েছে। বলিপাড়ার জনপ্রিয় গায়ক মিকা এই বহুমূল্য গাড়ির মালিক। শোনা যায়, এই গাড়ির মূল্য  প্রায় ৭৪.৬২ লাখ টাকা।

Ford Mustang

ল্যাম্বরগিনি গ্যালার্ডো (Lamborghini Gallardo) : মিকার কাছে লাক্সারি গাড়ি প্রস্তুতকারী সংস্থা ল্যাম্বরগিনির গ্যালার্ডো গাড়িটি রয়েছে। ল্যাম্বরগিনি কোম্পানির এই গাড়িতে ৫২০৪ সিসির পেট্রোল ইঞ্জিন রয়েছে। পাশাপাশি একাধিক সুবিধা রয়েছে এই লাক্সারি গাড়িটিতে। শোনা যায়, এই গাড়ির মূল্য শুরু হয় ১ কোটি ৫৫ লাখ টাকা থেকে এবং সর্বোচ্চ মূল্য ৩ কোটি ৬ লাখ টাকা।

Lamborghini Gallardo

মার্সিডিজ জিএলএস ৩৫০ ডি (Mercedes GLS 350 D) : মার্সিডিজ জিএলএস লাইন আপের মধ্যে সবচেয়ে মূল্যবান গাড়ি হল এটি। বলিপাড়ার জনপ্রিয় এই গায়কের কাছে এই গাড়িটিও রয়েছে।

Mercedes GLS 350 D

মাঝেমধ্যেই তাঁকে এই গাড়িতে চড়তে দেখা যায়। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, ৮৮ লাখ ১৮ হাজার টাকা থেকে এই গাড়িটির মূল্য শুরু হয়।