• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১০ মিনিটে কোটিপতি! মুকেশ আম্বানির ছেলের বিয়েতে গান গেয়ে এত কোটি পেলেন মিকা সিং

Published on:

Mika SIngh took huge fees for 10 minute performance in Mukesh Ambani son Anant Ambani Radhika Merchant wedding

বর্ষশেষের আগে অম্বানি পরিবারে (Ambani Family) বইছে খুশির হাওয়া। বৃহস্পতিবার, ২৯ নভেম্বর দীর্ঘদিনের প্রেমিকা রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) সঙ্গে বাগদান পর্ব সেরেছেন মুকেশ এবং নীতা অম্বানির ছোট ছেলে অনন্ত অম্বানি (Anant Ambani)। ইতিমধ্যেই সেই গ্র্যান্ড পার্টির নানান মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। তারকাখচিত সেই পার্টিতে উপস্থিত ছিলেন শাহরুখ খান, জাহ্নবী কাপুর, রণবীর কাপুর, আলিয়া ভাট-সহ একাধিক বলিউড তারকা। গতকালের পার্টিতেই ১০ মিনিট গান গেয়ে ‘নিউলি এনগেনজড’ কাপলকে স্বাগত জানান মিকা সিং (Mika Singh)।

বি টাউনের এই জনপ্রিয় গায়ক এমনিতেই ‘পেপি গান’এর জন্য বেশ জনপ্রিয়। মিকার এমনই একটি গানে কোমর দোলাতে দেখা যায় অনন্ত এবং রাধিকাকে। তবে গতকালের এই অনুষ্ঠানে মাত্র ১০ মিনিট পারফর্ম করতে গায়ক কত পারিশ্রমিক নিয়েছেন জানেন? যদি অঙ্কটা জানেন তাহলে চমকে উঠবেনই।

Anant Ambani Radhika Merchant Mika Singh

রাজস্থানে শ্রীনাথজির মন্দিরে আংটি বদল পর্ব সেরেছেন অনন্ত এবং রাধিকা। জীবনের এই বিশেষ দিনে কুর্তা, জ্যাকেট এবং পাজামা পরেছিলেন অনন্ত। রাধিকা সেজে উঠেছিলেন গোলাপি-রঙের লেহেঙ্গা-চোলিতে। বাগদান পর্ব সেরেই রাতে অবশ্য মুম্বই ফিরে আসে অনন্ত-রাধিকা।

মায়ানগরীতেই তারকাখচিত পার্টির আয়োজন করা হয়েছিল অম্বানি পরিবারের তরফ থেকে। সেখানে উপস্থিত হয়েছিলেন বি টাউনের প্রায় প্রত্যেক নামী তারকা। জমজমাট সেলিব্রেশনের ছবি ইতিমধ্যেই পাপারাৎজিদের ক্যামেরা ধরা পড়েছে। সূত্র মারফৎ জানা গিয়েছে, এই পার্টিতেই ১০ মিনিট গান গাওয়ার জন্য ১.৫ কোটি টাকার বিপুল অঙ্ক পারিশ্রমিক হিসেবে নিয়েছেন মিকা।

Anant Ambani Radhika Merchant Mika Singh

জানিয়ে রাখি, রাধিকা এবং অনন্ত অনেক বছর ধরেই একে অপরকে চেনেন। বর্ষশেষের আগে বাগদান পর্ব সেরে নিজেদের সম্পর্কে আনুষ্ঠানিক শিলমোহর দিলেন তাঁরা। জানা যাচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসবেন মুকেশের ছোট ছেলে।

বীরেন এবং শায়লা মার্চেন্টের মেয়ে রাধিকা একজন জনপ্রিয় নৃত্যশিল্পী। চলতি বছরের জুন মাসে জিও ওয়ার্ল্ড সেন্টারে আয়োজিত হয়েছিল তাঁর আরঙ্গেত্রামের শো। সেখানেও উপস্থিত ছিলেন, সলমন খান, রণবীর সিং, আমির খানের মতো বলিউড তারকারা। অনন্ত-রাধিকার বিয়েতেও যে চাঁদের হাট বসবে তা আর আলাদা করে বলে দিতে হয় না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥