• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কথা দিয়েও রাখলেন না কথা, প্রান্তিকাকে ছেড়ে এই মেয়েকেই বিয়ে করতে চলেছেন মিকা

দীর্ঘ অপেক্ষার অবসান হল। অবশেষে বলিউডের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ মিকা সিং (Mika Singh) নিজের স্ত্রী বেছে নিলেন। জীবনসঙ্গীকে বেছে নেওয়ার জন্য গায়ক স্বয়ম্বরের আয়োজন করেছিলেন এবং সেই স্বয়ম্বর শেষেই নিজের স্ত্রী হিসেবে ১২ বছর পুরনো বন্ধুকে বেছে নিলেন তিনি। মিকার স্ত্রী (Wife) হওয়ার দৌড়ে বাংলার প্রান্তিকা থাকলেও, শেষ পর্যন্ত বাজিমাত করেন মিকার ঘনিষ্ঠ বান্ধবী।

বলিউডের এই জনপ্রিয় গায়কের স্ত্রী হওয়ার জন্য সারা দেশ থেকে মোট ১২ জন সুন্দরী কন্যা ‘মিকা দি বোহটি’তে অংশগ্রহণ করেছিলেন। প্রত্যেকের সঙ্গেই গায়কের সুন্দর একটি বন্ডিং দেখতে পেয়েছেন দর্শকরা। কিন্তু শেষ পর্যন্ত গায়কের মন জয় করে ফাইনাল অবধি পৌঁছেছিলেন মাত্র ৩ জন।

   

Mika Singh

‘মিকা দি বোহটি’র ফাইনালে পৌঁছেছিলেন কলকাতার প্রান্তিকা দাস, পাঞ্জাবের নীত মহল এবং মিকার ১২ বছরের পুরনো বান্ধবী আকাঙ্ক্ষা পুরী (Akanksha Puri)। ফাইনালে তিন জনের মধ্যে জোর টক্কর হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বাজিমাত করেন আকাঙ্ক্ষা।

মিকার স্বয়ম্বরে অবশ্য শুরু থেকেই ছিলেন না আকাঙ্ক্ষা। বরং শোয়ের মাঝে ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি নিয়েছিলেন তিনি। তখনই জানিয়েছিলেন, ‘জুম্মে কি রাত’ খ্যাত গায়ককে গত ১০-১২ বছর ধরে চেনেন তিনি। দর্শকদের একাংশ তখনই দাবি করেছিলেন, মিকা শেষ পর্যন্ত তাঁর বান্ধবীকেই বেছে নেবেন। আর ঠিক তেমনই হল।

mika singh and akanksha puri

তবে মিকা তাঁর জীবনসঙ্গী বেছে নেওয়ার পর দর্শকদের একাংশ কিন্তু গায়কের ‘দু’নম্বরি’ দেখে বেশ ক্ষিপ্তও হয়েছেন। কারণ, আগেই শোনা গিয়েছিল মিকা এবং আকাঙ্ক্ষা প্রেম করছেন। কয়েকজন তো দাবি করেছিলেন এই দুই তারকার বিয়ে পর্যন্ত হয়ে গিয়েছে। নেট মাধ্যমে তাঁদের ঘনিষ্ঠ কিছু ছবিও বেশ ভাইরাল হয়েছিল। তাই এবার সেই আকাঙ্ক্ষাকেই বৌ হিসেবে বেছে নেওয়ায় মিকার স্বয়ম্বরকে ‘স্ক্রিপ্টেড’ বলে তোপ দেগেছেন অনেকে। কেউ কেউ তো আবার এও বলছেন, ১০-১২ বছরের চেনা বান্ধবীকে যখন এতই পছন্দ ছিল, তাহলে তখনই কেন বিয়ে করেননি গায়ক?

mika singh and akanksha puri

তবে দর্শকদের একাংশ যাই বলুক না কেন, মিকা কিংবা আকাঙ্ক্ষা সেই বিষয়ে কোনও প্রত্যুত্তর দেননি। তাঁরা আপাতত নিজেদের নিয়েই ব্যস্ত। এবার দেখার, শোয়ের শেষে আকাঙ্ক্ষার গলায় মালা দেওয়ার পর বাস্তবে তাঁকে মিকা কবে বিয়ে করেন।