• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বড়সড় ঝটকা পেল চীনা কোম্পানি Xiomi, Realme ! ভারতে লঞ্চ হল Micromax In সিরিজের দুটি দুর্দান্ত ফোন

ভারত ও চীন সীমান্তে বিরোধের পর থেকেই গোড়া দেশে চীন পণ্যের বয়কটের (Boykott China) দাবি উঠতে থাকে। সেই দাবি ধীরে ধীরে জোরালো হতে থাকে ও চীনের সাথে ভারতের প্রচুর চুক্তি ভাঙতে দেখা যায়.স্বাভাবিক ভাবেই দুই দেশের মধ্যে ব্যবসার বাণিজ্য নিয়ে বিরোধ বেঁধে যায়। ভারত একাধিক চীন পণ্য বয়কটের ডাক দিচ্ছে এমন সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আত্মনির্ভর ভারতের (Aatmanirbhar Bharat) জন্য ডাক দেন।

এবার সেই ডাকেই সারা দিয়ে দেশীয় মোবাইল প্রস্তুতকারক সংস্থা Micromax দীর্ঘদিন নিরুদ্দেশ থাকার পর ফের বাজারে ফিরছে। এর ফলে চীনা পণ্য বয়কটের ফায়দাও পাবে মাইক্রোম্যাক্স। মাইক্রোম্যাক্স প্রাথমিক ভাবে দুটি ফোন লঞ্চ করেছে। ফোন দুটি হল – Micromax In 1b যার দাম ধার্য করা হয়েছে ৬৯৯৯ টাকা ও Micromax In Note 1 এর দাম করা হয়েছে ১২৪৯৯ টাকা। এবার আসুন দেখে নেওয়া যাক ফোনগুলির বিশেষত্ব ও ফিচার্স।

   

Micromax In 1b

এই ফোনটির দাম ধার্য হয়েছে মাত্র ৬৯৯৯ টাকা। যাতে আপনি পেয়ে যাবেন মিডিয়াটেক হেলিও জী ৩৫ প্রসেসর। সাথে থাকবে ৬.৫ ইঞ্চির ডিসপ্লে। ফোনটির পিছনে দুটি ১টি ১৩ মেগাপিক্সেল ও ১টি ২ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। সাথে সামসনে একটি পাঞ্চহোল ক্যামেরা থাকবে। এছাড়াও ফোনটিতে থাকছে ৫০০০ এমএইচ ব্যাটারি ও ইউজিভারসাল USB TYpe-C চার্জিং পোর্ট। এখনই শেষ না ফোনটির সাথে আপনি পাবেন একটি ১০ ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটি মিলবে দুটি আলাদা আলাদা ভেরিয়েন্টে ১টি ২ জিবি RAM ও ৩২ জিবি স্টোরেজ ও অন্যটি ৪ জিবি RAM ও ৬৪ জিবি স্টোরেজ ।

Micromax In Note 1

এই ফোনটির দাম ধার্য করা হয়েছে মাত্র ১২৪৯৯ তালা। এই ফোন আপনি পেয়ে যাবেন মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। ৬.৬ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লের সাথে ৫০০০ এমএইচ ব্যাটারি। ফোনটিতে পেছনে চারটি ক্যামেরা থাকছে যথা- ৪৮ ,৫, ২, ২ মেগাপিক্সেলের সাথে সামনে থাকছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। শুধু তাই নয় ফোনের সাথে আপনি পেয়ে যাবেন একটি ১৮ ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটিও দুটি ভার্শনে পাওয়া যাবে। একটি ৪ জিবি RAM ও ৬৪ জিবি স্টোরেজ অন্যটি ৪ জিবি RAM ও ১২৮ জিবি স্টোরেজের সাথে।