• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিক্রি হয়ে গেল মাইকেল জ্যাকসনের কোটি কোটি টাকার রাজকীয় বাড়ি

নাচের জগতের সর্বকালের সেরা শিল্পীদের মধ্যে অন্যতম হলেন মাইকেল জ্যাকসন (Michael Jackson)। মাইকেল জ্যাকসন তার বিখ্যাত নাচের মুভ মুন ওয়াক আবিষ্কার করেছিলেন। যার কারণে গোটা পৃথিবীতে ব্যাপক জনপ্রিয় তিনি। নাচের মাধ্যমে কোটি কোটি টাকা উপার্জন করেছিলেন মাইকেল জ্যাকসন। এক কালে খুবই দারিদ্রতায় জীবন কাটানো মাইকেল জ্যাকসন রাজকীয় জীবনযাপন শুরু করেন নাচে পৃথিবীবিখ্যাত হবার পর।

মাইকেল জ্যাকসন যে বাড়িটিতে থাকতেন, তা কোনো রাজপ্রাসাদ সহ রাজ্যের থেকে কম নয়। তিনি যে বাড়িতে থাকতেন সেই বাড়ি বানাতে খরচ হয়েছিল বর্তমান মূল্যে প্রায় ২২ মিলিয়ন ডলার, অর্থাৎ কয়েক লক্ষ কোটি টাকা। ১৯৮৭ সালে মাইকেল জ্যাকসন খ্যাতির শিখরে বসে ছিলেন, সেই সময় ১ কোটি ৯৫ লক্ষ ডলারের বিনিময়ে কিনেছিলেন এই বিশাল বাড়ি। এই বাড়ির নাম ‘দ্যা নেভারল্যান্ড র‍্যাঞ্চ (The Neverland Ranch)’। কিন্তু, সে বাড়িও বিক্রি হয়ে গেলো শেষমেশ।

   

Michael Jackson মাইকেল জ্যাকসন the neverland ranch

১০০ বছর বাঁচতে চেয়েছিলেন মাইকেল জ্যাকসন। সেই স্বপ্নপূরণের জন্য কোটিকোটি কাটা খরচও করতেন কিন্তু হয়নি ১০০ বছর বাঁচা। মাঝ পথেই ২০০৯ সালের ২৫ শে জুন মাত্র ৫০ বছর বয়সে মারা যান নাচের এই মহান ব্যক্তিত্ব। তারপর থেকেই তার বিশাল বাড়ি বিক্রির চেষ্টা চলচিয়াল। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লাস ভেগাসে প্রায় ২,৭০০ একর জায়গা জুড়ে এই বিশাল মাইকেল জ্যাকসনের রাজত্ব।

Michael Jackson মাইকেল জ্যাকসন the neverland ranch

কিন্তু এই বিশাল  বাড়ি কেউ কিনতে চাইছিলেন না। কারণ, এই বাড়িতে একাধিকবার শিশুদের যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। শেষমেশ এই বাড়ি বিক্রি হল, মার্কিন সংবাদ মাধ্যম সূত্রে যেমনটা জানা যাচ্ছে প্রায় ২২ মিলিয়ন পাউন্ড বা ২ কোটি ২০ লক্ষ ডলারের বিনিময়ে এই বাড়ি কিনেছেন মিস্টার বার্কলে।

site