• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আরো বড় স্ক্রিন, রক্তের অক্সিজেন মাপার অক্সিমিটার সহ দুর্দান্ত সব ফিচার নিয়ে আসছে নতুন Mi Band 6

চাইনিজ মোবাইল কোম্পানি Xiaomi, এর Mi Smart Band বেশ জনপ্রিয়। বলতে গেলে স্মার্টওয়াচের যুগে অনেকেই হাতে খড়ি করেন মি স্মার্ট ব্যান্ড দিয়েই। প্রতিবছরই শাওমি তাদের স্মার্ট ব্যান্ডের আপগ্রেডেড ভার্শন যে করে, এবছরও তার অন্যথা হয়নি। যেমনটা জানা যাচ্ছে বাজারে আসতে চলেছে Mi Band 6 স্মার্ট ব্যান্ড।

Mi Band 6 Leak টেক নিউজ Tech News

   

মূলত Zepp অ্যাপের মাধ্যমে এই খবর মিলেছে। তবে এখনও পর্যন্ত শাওমির তরফ থেকে কিছু ঘোষণা করা হয়নি। আসলে শাওমি স্মার্ট ব্যান্ড বইটি করে Huami, আর তাদেরই অ্যাপ হল Zepp । অ্যাপটি আরো  দুটি স্মার্ট ব্যান্ড Amazfit ও Zepp এর জন্য ব্যবহৃত হয়। এই অ্যাপের মধ্যেই ‘Pangu’ নামের নতুন একটি কোডের খোঁজ পাওয়া গিয়েছে। যেটি Mi Band 6 এর জন্যই ব্যবহৃত হবে বলে দাবি করা হচ্ছে।

Mi Band 6 Leak টেক নিউজ Tech News

Geekdoing নামের এক ফোরাম থেকে এই তথ্য মিলেছে। সাথে নতুন এই Mi Band এর কিছু স্পেসিফিকেশন সন্মন্ধেও জানা গিয়েছে। নিচে Mi Band 6 এর সম্ভব্য ফিচার গুলির তালিকা দেওয়া হল।

  • নতুন Mi Band 6 এ রক্তের অক্সিজেন পরিমাপের জন্য SpO2 সেন্সর থাকবে, যা অক্সিমিটারের ন্যায় কাজ করবে।
  • এই নতুন ব্যান্ডে আগের  তুলনায় আরো বড় ডিসপ্লে দেওয়া হবে বলেই মনে করা হচ্ছে।
  • মি ব্যান্ড ৫ এ মোট ১১টি অ্যাক্টিভিটি মোড ছিল, তবে মনে করা হচ্ছে আরো অনেকগুলি অ্যাক্টিভিটি মোড যুক্ত হবে নতুন ব্যান্ডে ও সর্বমোট ৩০টি অ্যাক্টিভিটি মোড পাওয়া যাবে।
  • এই সমস্ত ফিচারের সাথে মি ব্যান্ড ৬ এ ইনবিল্ট জিপিএস সিস্টেম ও থাকবে বলে জানা যাচ্ছে।
site