টেলিভিশনের পর্দায় এখন বাংলা সিরিয়ালের নতুন ট্রেন্ড ছকভাঙ্গা নতুন সিরিয়ালের সম্প্রচার করা। স্টার জলসা কিংবা জি বাংলা সব চ্যানেলের ক্ষেত্রেই ছবিটা মোটামুটি এক। লক্ষ্য একটাই টিআরপি তালিকায় তাক লাগানো রেজাল্ট করা। যার ফলে নিত্য নতুন সিরিয়ালের ভীড়ে একেবারে কোণঠাসা তুলনামূলকভাবে পুরনো সিরিয়ালগুলি।
নতুনকে জায়গা দিতে কাউকে স্লট হারাতে হচ্ছে, তো কারও ক্ষেত্রে ৭-৮ মাস কিংবা ৩-৪ মাসের বন্ধ করে দেওয়া হচ্ছে মেগা সিরিয়াল। গত মাসেই ব্যাপক পরিবর্তন আনা হয়েছিল জি বাংলার সিরিয়ালগুলির টাইম স্লটে। নতুন সিরিয়ালের দাপটে ওলট-পালট হয়ে গিয়েছিল একাধিক পুরনো সিরিয়ালের সম্প্রচারের সময়। এছাড়া টিআরপি কমে যাওয়ায় খুব কম সময়েই শেষ হয়েছে এই চ্যানেলের একাধিক সিরিয়াল।
এবার খানিকটা সেই একই ছবি দেখা যাচ্ছে স্টার জলসার ক্ষেত্রেও। সদ্য প্রকাশ্যে এসেছে এই চ্যানেলের নতুন সিরিয়াল ‘মেয়েবেলা’ (Meyebela)-র প্রোমো। এই সিরিয়ালের হাত ধরে দীর্ঘদিন পর টেলিভিশনের পর্দায় কামব্যাক করছেন জনপ্রিয় অভিনেত্রী রূপা গাঙ্গুলী (Rupa Ganguli)। সুরিন্দার ফিল্মসের প্রযোজনায় এই নতুন সিরিয়ালে নায়িকা হচ্ছেন স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘খেলাঘর’-এর পূর্ণা অভিনেত্রী স্বীকৃতি মজুমদার (Swikriti Majumder)।
তার বিপরীতে নায়কের চরিত্রে থাকছেন ‘বসন্তবিলাস মেসবাড়ি’র নায়ক অর্পণ ঘোষাল। চিরাচরিত শাশুড়ি-বৌমার সম্পর্কের বাইরে বেরিয়ে এক নতুন স্বাদের সিরিয়াল হতে চলেছে এই মেয়েবেলা। এরই মধ্যে এসে গিয়েছে এই সিরিয়ালের এক নতুন আপডেট। জানা যাচ্ছে নতুন বছরের শুরুতেই আগামী ২রা জানুয়ারি থেকে সন্ধ্যে সাড়ে ৬-টার স্লটে সম্প্রচারিত হবে এই নতুন সিরিয়াল।
কিন্তু এই স্লটে বর্তমানে দেখা যায় জনপ্রিয় টেলি অভিনেতা প্রতীক সেন এবং দেবচন্দ্রিমা সিংহ রায়ের সিরিয়াল ‘সাহেবের চিঠি’ (Saheber Chithi)। তাই এই সিরিয়ালের অনুরাগীদের প্রশ্ন তাহলে কি এবার নতুন সিরিয়ালের ধাক্কায় শেষ হয়ে যাবে সাহেব-চিঠির গল্প। কিন্তু এবার এই সিলিয়ালটিকে পাঠানো হচ্ছে রাত এগারোটার স্লটে।
আসলে শুরু থেকেই এই সিরিয়াল সেভাবে ফেলতে পারিনি টিআরপি তালিকায়। প্রতিপক্ষ চ্যানেলের ‘খেলনা বাড়ি’র সামনে টেকা তো দূরের কথা স্লটও ছিনিয়ে নিতে পারেনি স্টার জলসার মাল্টি ট্যালেন্টেড সাহেব। এখন দেখার মেয়েবেলার দুর্দান্ত কাস্টিং আর ছক ভাঙা গল্প কতখানি ছাপ ফেলে দর্শকমহলে।