• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রং খেলার অছিলায় ৭ বছরের শিশুর নির্যাতন, ‘মেয়েবেলা’য় ফাঁস হল টিকলির কালো অতীত

Published on:

Meyebela Serial Tikli Past incedent on Holi revealed

বাংলা টেলিভিশনের পর্দায় শুরু হওয়া একঝাঁক নতুন সিরিয়াল গুলির মধ্যে বিশেষ ভাবে নজর কাড়ছে স্টার জলসার (Star Jalsha) ‘মেয়েবেলা’ (Meyebela)। বাস্তবতার মোড়কে মোড়া এই সিরিয়ালের মূল ইউএসপি মিত্র বাড়ির মেয়ে বৌদের সম্পর্কের সমীকরণ।

সিরিয়ালের ট্যাগ লাইন অনুযায়ী এক ছাদের নীচে থাকতে থাকতে কিভাবে মেয়েরাই মেয়েদের বন্ধু হয়ে ওঠে সেই গল্পই ফুটে উঠেছে টিভির পর্দায়। তাই মূলত এই সিরিয়ালের বিষয়বস্তু, দুর্দান্ত কাস্টিং আর সেইসাথে প্রত্যেকের নিঁখুত অভিনয়  অল্পদিনেই দারুন সাড়া ফেলে দিয়েছে দর্শকমহলে।

Meyebela, Mou and Dodo

দাপুটে অভিনেত্রী রুপা গাঙ্গুলির (Rupa Ganguly) এই কামব্যাক সিরিয়ালে তাঁর ছেলে ডোডো (Dodo) চরিত্রে অভিনয় করছেন অর্পণ ঘোষাল। আর তাঁর দুই নায়িকা মৌ এবং চাঁদনী (Mou-Chandni) চরিত্রে অভিনয় করছেন  স্বীকৃতি মজুমদার এবং দেবপর্ণা চক্রবর্তী। মেয়েবেলাতে এঁদের প্রত্যেকের সাবলীল অভিনয় অল্পদিনেই ব্যাপক প্রশংসা পাচ্ছে দর্শকদের।

এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন চাঁদনীর সাথে দীর্ঘ ১২ বছরের সম্পর্ক ভেঙে পরিস্থিতির চাপে মৌয়ের সাথে বিয়ে করেছে ডোডো। কিন্তু মিত্র বাড়ির সবাই মৌকে মেনে নিলেও ডোডোর মা বীথি কিছুতেই সহ্য করতে পারছে না মৌকে। আসলে মৌয়ের মায়ের সাথে অতীতের তিক্ত অভিজ্ঞতার কারণে মৌকে একেবারেই সহ্য করতে পারেন না তিনি।

Meyebela new twist new promo

তবে শুধু শাশুড়ি নয় মৌকে ভুল বুঝছে ডোডোও। তাই বিয়ের পর নিজের স্বামীর থেকেও ভালোবাসা পাচ্ছে না এ মৌ। এরইমধ্যে সদ্য প্রকাশ্যে প্রোমোতে দেখা গিয়েছে ২০ বছর আগে হোলিতে মিত্র বাড়িতে টিকলির সাথে এমন কোনো ঘটনা ঘটেছিল যার জন্য সারাক্ষণ সে একটা আতঙ্কের মধ্যে থাকে। রঙ দেখলেই প্রচন্ড ভয় পেয়ে যায় টিকলি।
বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,মেয়েবেলা,Meyebela,মৌ,Mou,ডোডো,Dodo,টিকলি,Tikli,আসন্ন ট্র্যাক,Upcoming Track
এরইমধ্যে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হল মিত্র বাড়ির সেই কালো অতীতের আসল রহস্য। আসলে সেসময় টিকলির বয়স ছিল মাত্র ৭ বছর। আর ওই টুকু বয়সে মিত্র বাড়ির বড়ো জামাই অর্থাৎ ডোডোর বড়ো পিসেমশাই টিকলিকে  রঙখেলার দিন মলেস্ট করেছিল। অর্থাৎ টিকলি আসলে শিশু নির্যাতনের ভিক্টিম। মেয়ে বেলার এমন আসন্ন ট্র্যাকের কথা জানতে পেরে একেবারে অবাক হয়ে গিয়েছেন দর্শক।
design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥