বাংলা টেলিভিশনের পর্দায় শুরু হওয়া একঝাঁক নতুন সিরিয়াল গুলির মধ্যে বিশেষ ভাবে নজর কাড়ছে স্টার জলসার (Star Jalsha) ‘মেয়েবেলা’ (Meyebela)। বাস্তবতার মোড়কে মোড়া এই সিরিয়ালের মূল ইউএসপি মিত্র বাড়ির মেয়ে বৌদের সম্পর্কের সমীকরণ।
সিরিয়ালের ট্যাগ লাইন অনুযায়ী এক ছাদের নীচে থাকতে থাকতে কিভাবে মেয়েরাই মেয়েদের বন্ধু হয়ে ওঠে সেই গল্পই ফুটে উঠেছে টিভির পর্দায়। তাই মূলত এই সিরিয়ালের বিষয়বস্তু, দুর্দান্ত কাস্টিং আর সেইসাথে প্রত্যেকের নিঁখুত অভিনয় অল্পদিনেই দারুন সাড়া ফেলে দিয়েছে দর্শকমহলে।
দাপুটে অভিনেত্রী রুপা গাঙ্গুলির (Rupa Ganguly) এই কামব্যাক সিরিয়ালে তাঁর ছেলে ডোডো (Dodo) চরিত্রে অভিনয় করছেন অর্পণ ঘোষাল। আর তাঁর দুই নায়িকা মৌ এবং চাঁদনী (Mou-Chandni) চরিত্রে অভিনয় করছেন স্বীকৃতি মজুমদার এবং দেবপর্ণা চক্রবর্তী। মেয়েবেলাতে এঁদের প্রত্যেকের সাবলীল অভিনয় অল্পদিনেই ব্যাপক প্রশংসা পাচ্ছে দর্শকদের।
এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন চাঁদনীর সাথে দীর্ঘ ১২ বছরের সম্পর্ক ভেঙে পরিস্থিতির চাপে মৌয়ের সাথে বিয়ে করেছে ডোডো। কিন্তু মিত্র বাড়ির সবাই মৌকে মেনে নিলেও ডোডোর মা বীথি কিছুতেই সহ্য করতে পারছে না মৌকে। আসলে মৌয়ের মায়ের সাথে অতীতের তিক্ত অভিজ্ঞতার কারণে মৌকে একেবারেই সহ্য করতে পারেন না তিনি।
