• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘মেয়েবেলা’র টিকলি রূপে জিতেছেন দর্শকমন, এবার বলিউড ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করলেন শ্রেয়া

Published on:

Meyebela Tikli AKA Sreya Bhattacharya made Bollywood debut with Mrs Undercover

স্টার জলসার (Star Jalsha) ‘মেয়েবেলা’ (Meyebela) ধারাবাহিকের টিকলি (Tikli) চরিত্রটি দর্শকদের প্রচণ্ড প্রিয়। নিজের সাবলীল অভিনয়ের মাধ্যমে প্রত্যেক দর্শকের মন জিতে নিয়েছেন অভিনেত্রী শ্রেয়া ভট্টাচার্য (Sreya Bhattacharya)। পার্শ্বচরিত্র হলেও ধারাবাহিকে টিকলি চরিত্রটির গুরুত্ব বেশ অনেকখানি। তাঁকে নিয়েই এগোচ্ছে ধারাবাহিকের ট্র্যাক। এবার সেই টিকলি অভিনেত্রী শ্রেয়াই বলিউডে (Bollywood) পা রাখলেন।

‘মেয়েবেলা’র নিয়মিত দর্শকরা জানেন, টিকলি মাত্র ৭ বছর বয়সে নিজের বড় পিসেমশাইয়ের লালসার শিকার হয়েছে। সেই ধাক্কা ২০ বছর পরেও কাটিয়ে উঠতে পারেনি সে। প্রায় দু’দশক চুপ করে থাকলেও এখন মৌ-ডোডোকে পাশে নিয়ে ন্যায়ের লড়াই করছে সে। টিকলি চরিত্রটি একদিকে যেমন স্বাধীনচেতা একজন মেয়ে, তেমনই আবার অতীতের কালো অধ্যায়ের কথা মনে পড়লেই ভয়ে একেবারে গুটিয়ে যায়।

Meyebela, Meyebela Tikli, Sreya Bhattacharya, Sreya Bhattacharya bollywood debut, Sreya Bhattacharya in Mrs Undercover

টিকলি চরিত্রের প্রত্যেকটি শেড অত্যন্ত নিখুঁতভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন শ্রেয়া। তাঁর ছোঁয়ায় সিরিয়ালের চরিত্র থেকে সে হয়ে উঠেছে দর্শকদের ঘরের মেয়ে। ইতিমধ্যেই তাঁর সাবলীল অভিনয় প্রশংসিত হয়েছে দর্শকমহলে। অল্প সময়েই বাংলার অগণিত দর্শকের মন জয় করে নেওয়ার পর এবার বলিউডে পা রাখলেন শ্রেয়া।

Meyebela, Meyebela Tikli, Sreya Bhattacharya, Sreya Bhattacharya bollywood debut, Sreya Bhattacharya in Mrs Undercover

‘মেয়েবেলা’য় অভিনয় করে আকাশছোঁয়া জনপ্রিয়তা পাওয়ার পর শ্রেয়ার সামনে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির দরজা খুলে গিয়েছে। ছবির নাম ‘মিসেস আন্ডারকভার’ (Mrs Undercover)। জি৫ অরিজিনালসের এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন বলিউডের নামী অভিনেত্রী রাধিকা আপ্তে।

Sreya Bhattacharyam Sreya Bhattacharya bollywood debut, Sreya Bhattacharya in Mrs Undercover

রাধিকা অভিনীত এই হিন্দি সিনেমায় বাংলার একাধিক অভিনেতা-অভিনেত্রীকে দেখা যাবে। সেই তালিকায় নাম রয়েছে শ্রেয়ারও। জানা গিয়েছে, বহুপ্রতীক্ষিত এবং ভিন্ন স্বাদের এই সিনেমায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে ‘মেয়েবেলা’র টিকলি ওরফে শ্রেয়াকে।

প্রসঙ্গত উল্লেখ্য, ‘মেয়েবেলা’য় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেলেও শ্রেয়া অভিনয় দুনিয়ায় পা রেখেছিলেন কিন্তু ওয়েব সিরিজের মাধ্যমে। পাশাপাশি বাংলা ছবিতেও কাজ করেছেন তিনি। ‘জ্যেষ্ঠপুত্র’, ‘সাঁঝবাতি’র মতো ছবি ছাড়াও ‘কৃশান কৃশানু’, ‘ব্যোমকেশ’, ‘গাঙ্গুলি ওয়েডস গুহ’ সহ একাধিক সিরিজে অভিনয় করেছেন শ্রেয়া। এবার সেই অভিনেত্রীই পা রাখলেন বলিউডে। শ্রেয়ার অনুরাগীদের আশা, বাংলার মতোই জনপ্রিয়তা তিনি বলিউডেও পাবেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥