বর্তমানে বাংলা সিরিয়ালপ্রেমী (Bengali Serial) দর্শকদের মুখে মুখে ঘুরছে একটাই নাম। তা হল স্টার জলসার (Star Jalsha) ‘মেয়েবেলা’ (Meyebela)। শুরু থেকেই এক ঝাঁক নতুনের ভীড়ের বিশেষ ভাবে নজর কাড়ছে এই ধারাবাহিকটি। যেভাবে বাস্তবতার মোড়কে প্রতিটা মেয়ের জীবনের বিভিন্ন দিক ফুটিয়ে তোলা হচ্ছে তা এককথায় অনবদ্য।
মিত্র বাড়ির মেয়ে-বৌদের সম্পর্কের সমীকরণই এই সিরিয়ালের মূল চাবিকাঠি। নায়ক-নায়িকা ডোডো-মৌয়ের (Dodo-Mou) নতুন সম্পর্কের সমীকরণ ছাড়াও ইদানিং দর্শকদের নজর করছে ডোডোর বোন টিকলির ট্র্যাক। ধারাবাহিকে শিশু নির্যাতনের শিকার টিকলির চরিত্রে অভিনেত্রী শ্রেয়া ভট্টাচার্যের (Sreya Bhattacharyya) নিঁখুত অভিনয় সম্প্রতি চোখে জল এনে দিয়েছে দর্শকদের।

নিয়মিত দর্শকরা জানেন ২০ বছর আগে রঙ খেলার দিনেই মাত্র ৭ বছরের টিকলিকে মলেস্ট করেছিল মিত্র বাড়ির বড়ো জামাই অর্থাৎ ডোডোর বড়ো পিসেমশাই। সম্প্রতি দর্শক ধারাবাহিকে দেখাও মিলেছে তাঁর।তিনি আবার পেশায় বড়মাপের একজন মনোবিদ।

তবে গত পর্বেই দর্শক দেখেছেন প্রতিশ্রুতি মতোই সাইকোলজির ছাত্রী মৌ টিকলিকে রঙ খেলার সেই কালো অতীত থেকে প্রায় বার করে এনেছে। এতো বছর ধরে টিকলি যে কালো অতীতের কথা ভাবতেও চাইতো না এদিন অনেক কষ্ট করে হলেও সে সব টা নিজের মুখে বলেছে মৌ কে।
(ভিডিওটি দেখার জন্য ওপরের লিঙ্কে ক্লিক করুন। )
এমনকি রঙের প্রতি ভয় কে জয় করে রং মেখেছে দুই গালে। এছাড়া বহুদিন পর মিত্র বাড়ির সবাই মেতে উঠেছেন দোল খেলায়। এদিন টিকলিও নিজে থেকে সেই রঙের উৎসবে অংশ নিয়েছে। অতীতের যন্ত্রণা কাটিয়ে উঠে টিকলিকে এইভাবে একটু একটু করে স্বাভাবিক জীবনে ফিরতে দেখে বেজায় খুশি হয়েছেন দর্শক। তাই সকলেই এদিন সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভরিয়ে দিয়েছেন টিকলি অভিনেত্রী শ্রেয়াকে।














