• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দমদার অভিনয়ের সাথে হাই ভোল্টেজ পারিশ্রমিক, ‘মেয়েবেলা’র জন্য এত লক্ষ টাকা নিচ্ছেন রূপা গাঙ্গুলী!

Published on:

Meyebela Bithi Actress Rupa Ganguly Fees might be highest in tollywood

বাংলা বিনোদন জগতের একজন খ্যাতনামা অভিনেত্রী হলেন রুপা গাঙ্গুলি (Rupa Ganguly)। বাংলা সিনেমা হোক কিংবা বাংলা সিরিয়াল (Bengali Serial) বিনোদনের সমস্ত মাধ্যমেই দাপটের সাথে অভিনয় করে চলেছেন তিনি। প্রসঙ্গত দর্শকদের বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে সদ্য বাংলা সিরিয়ালের জগতে কামব্যাক করেছেন অভিনেত্রী।

প্রতিদিন সন্ধ্যা হতেই টিভির পর্দায় এসে হাজির হন তিনি। এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় সিরিয়াল ‘মেয়েবেলা’য় (Meyebela) নায়ক ডোডোর মা বিথীর (Bithi) চরিত্র অভিনয় করছেন তিনি। সিরিয়ালের গল্প অনুযায়ী এই বিথী তাঁর বৌমা মৌকে সহ্য করতে পারে না একেবারেই। পর্দায় এই শাশুড়ি বৌমার চিরকালীন দ্বন্দ্ব খুব সুন্দর আর বাস্তবসম্মত ভাবেই ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী।

Meyebela, Bithi, Meyebela Bithi

যদিও বাংলা সিরিয়ালে শ্বাশুড়ি বৌমার এই দ্বন্দ্ব নতুন নয় একেবারেই। ইতিপূর্বে একাধিক সিরিয়ালে উঠে এসেছে এই ধরণের বিষয়। কিন্তু সিরিয়ালটির নিয়মিত দর্শকরা ভালো মতোই জানেন বাকি সবার থেকে একেবারে আলাদা মৌ বিথীর সমীকরণ। এই সিরিয়ালের ট্যাগ লাইনেই বলে দেওয়া হয়েছে এই সিরিয়ালের সারকথা।

Meyebela Dodo Mou Bithi

অর্থাৎ এক ছাদের নীচে থাকতে থাকতেই কিভাবে মেয়েরাই মেয়েদের বন্ধু হয়ে ওঠে সেই গল্পই ফুটে উঠেছে টিভির পর্দায়। তাই মূলত এই সিরিয়ালের বিষয়বস্তু, দুর্দান্ত কাস্টিং আর সেইসাথে প্রত্যেকের নিঁখুত অভিনয় অল্পদিনেই দারুন সাড়া ফেলে দিয়েছে দর্শকমহলে।

Roopa Ganguly in Meyebela

তবে মৌয়ের প্রতি বিথী মাসির আচরণ দেখে কিন্তু মাঝে মধ্যেই ভীষণ বিরক্ত হন দর্শক। আর এখানেই রয়েছে চরিত্রটির প্রকৃত সার্থকতা। এক সাক্ষাৎকারে অভিনেত্রী রুপা গাঙ্গুলি জানিয়েছিলেন অনেকদিন পর ‘মেয়েবেলা’র হাত ধরে বাংলা সিরিয়ালে কামব্যাক করার আগে তিনি নাকি একটাই শর্ত দিয়েছিলেন।

Meyebela serial, Meyebela serial promo

অভিনেত্রীর কথায় ‘আমার শর্ত ছিল— গল্পটা বাস্তবসম্মত হতে হবে। অন্দরসজ্জায় পর্দার বেগনি চড়া রং থাকবে না। অতিরঞ্জিত কিছু থাকবে না। যে হেতু আমি রিনা’দি (অপর্ণা সেন), কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋতুপর্ণ ঘোষের মতো পরিচালকদের সঙ্গে কাজ করেছি, তাই চরিত্রটা যাতে পর্দায় দেখতে বাস্তবসম্মত লাগে, সেটাই চেয়েছি।’

স্টার জলসা,Star Jalsha,মেয়েবেলা,Meyebela,বিথী,Bithi,রুপা গাঙ্গুলি,Rupa Ganguly,বাংলা সিরিয়াল,Bengali Serial,পারিশ্রমিক,Salary

শুধু তাই নয় ধারাবাহিক শুরুর আগে থেকেই নাকি তিনি নির্মাতাদের স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তিনি মাসে মাত্র ১৫ দিন শুটিং করবেন। কিন্তু এই মাত্র ১৫ দিনের জন্য অভিনেত্রীর পারিশ্রমিকের (Salary) অঙ্ক শুনলে চমকে যাবেন যে কেউ। সম্প্রতি জানা গিয়েছে এই ১৫ দিনের শুটিংয়ের জন্য অভিনেত্রী নাকি প্রায় ৯ লক্ষ টাকা পারিশ্রমিক নেন। যা টলিউড ইন্ডাস্ট্রির অভিনেত্রীদের মধ্যে সর্বোচ্চ। তাই সেদিক দিয়ে দেখতে গেলে রুপা গাঙ্গুলিই একমাত্র টলিউড অভিনেত্রী যিনি সিরিয়ালে অভিনয়ের জন্য এত টাকা নিয়ে থাকেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥