• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নেশাগ্রস্তের মতো অভিনয়! ‘মেয়েবেলা’য় রুপা গাঙ্গুলীর বদলে ইন্দ্রাণী হালদারকে চাই দর্শকদের

Published on:

Bithi Meyebela Roopa Ganguly Indrani Haldar

অল্পদিনেই দর্শকমহলে দারুন জনপ্রিয়তা পেয়েছে স্টার জলসার (Star Jalsha) ‘মেয়েবেলা’ (Meyebela) সিরিয়াল। শুরু থেকেই দর্শকদের নজর কেড়েছে এই সিরিয়ালের আনকোরা গল্প। একঘেয়ে  সাংসারিক কূটকচালি কিংবা পরকীয়ার ভীড়ে ভিন্ন স্বাদের এই সিরিয়ালে দর্শকদের মন কেড়েছে মিত্র বাড়ির মেয়ে বৌদের সম্পর্কের সমীকরণ।

বাস্তবতার মোড়কে মোড়া এই সিরিয়ালের মূল ইউএসপি সংসারের জাঁতাকলে পিষতে থাকা বাড়ির মেয়ে বৌদের  দৈনন্দিন জীবন। তারকাখচিত এই সিরিয়ালের হাত ধরেই বহুদিন পর ছোটপর্দায় কামব্যাক করেছেন জনপ্রিয় অভিনেত্রী রূপা গাঙ্গুলি (Roopa Ganguly)। তাই শুরু থেকেই রূপা গাঙ্গুলির এই কামব্যাক সিরিয়াল  নিয়ে দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

Bengali Serial,বাংলা সিরিয়াল,Meyebela,মেয়েবেলা,Bithi,বীথি,Roopa Ganguly,রূপা গাঙ্গুলি,Acting,অভিনয়,Troll,ট্রোল,Social Media,সোশ্যাল মিডিয়া

ধারাবাহিকে নায়ক ডোডোর মা বীথির চরিত্রে অভিনয় করছেন তিনি। এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন শুরু থেকেই নায়ক ডোডোর বিয়ে ঠিক হয়ে আছে চাঁদনীর সাথে। দীর্ঘ ১২ বছরের সম্পর্ক ছিল তাঁদের। কিন্তু আচমকাই পরিস্থিতির চাপে ওলট-পালট হয়ে যায় সবটা। যার ফলে একপ্রকার পরিস্থিতির চাপে বীথি মাসির বিচার বিরুদ্ধেই বিয়ে হয়েছে ডোডো মৌয়ের।

আসলে মৌয়ের মায়ের সাথে অতীতের তিক্ত অভিজ্ঞতার কারণে মৌকে একেবারেই সহ্য করতে পারেন না বীথি।  তাই নানা ঝড় ঝাপ্টা পেরিয়ে মৌ ডোডোর বিয়ের পর মিত্র বাড়িতে সবাই তাদের মেনে নিলেও মৌকে একেবারেই সহ্য করতে পারছেন বীথি। যা দেখে রীতিমতো বিরক্ত দর্শক।

সিরিয়াল শুরুর আগে বীথির চরিত্রে রুপা গাগুলির অভিনয় দর্শকদের অনেক আশা ছিল। যা এখন একেবারে হতাশায় পরিণত হয়েছে। এমনিতে রূপা গাঙ্গুলির অভিনয় দক্ষতা নিয়ে আলাদা করে বলার প্রয়োজন নেই। কিন্তু ইদানিং এই সিরিয়ালে তাঁর অভিনয় একেবারেই পছন্দ হচ্ছে না দর্শকদের।
Bengali Serial,বাংলা সিরিয়াল,Meyebela,মেয়েবেলা,Bithi,বীথি,Roopa Ganguly,রূপা গাঙ্গুলি,Acting,অভিনয়,Troll,ট্রোল,Social Media,সোশ্যাল মিডিয়া
যা দেখে সোশ্যাল মিডিয়ায় কেউ ট্রোল করে লিখেছেন ‘নেশাগ্রস্তের মতো অভিনয়’। তো কেউ বলেছেন খুব তাড়াতড়ি এই সিরিয়ালে বীথি মাসির চরিত্রে রূপা গাঙ্গুলিকে সরিয়ে ইন্দ্রানী হালদারকে নিয়ে আসা উচিত। আবার কেউ লিখেছেন ‘বেয়াদব মহিলাটাকে দেখতেই মন চায় না। এমন ভাব ধরে বাড়ির সবাই খারাপ শুধু ওই ধোয়া তুলসি পাতা৷’।
design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥